এই সত্ত্বায় অবিরল অনল
মানুষের মস্তিষ্ক ধারণ করে আছি।
আপন অভিজ্ঞতা ছাড়িয়ে অন্যের অভিজ্ঞতা
আত্মস্থ করার সমস্ত আয়োজন হয়ে গেছে সারা পূর্ব-পুরুষের হাতে,
উত্তর পুরুষ ফকির কুটিরে শুয়ে শুয়ে ঘুরি ফিরি
পৃথিবী ছেড়ে মহাকাশের গ্রহে গ্রহে আর অভিজ্ঞতার রন্ধ্রে রন্ধ্রে
হঠাৎ -আগুন আগুন- চিৎকারে ছিটকে পরি অজপাড়াগাঁয়ে
-নাড়া পাড়ায় আগুন
-আগুন নেভানো তাড়না নেই কারো
লোকালয় থেকে দুরে বলেই হয়তো বা,
ব্যস্ত হয়ে উঠলাম আমার সকল কোমল স্মৃতি পুড়ে যাচ্ছে বলে-
গতকাল রাতে আকাশ গলা জোস্নার শ্রাবনে সিক্ত হয়েছিলাম
আয়েশা আর আমি
পুকুরের ধারে কৃষানের পুঞ্জিভূত এই নাড়ার স্তুপে
পরস্পর হয়েছিলাম সংলগ্ন
আমাদের চোখে স্বপ্ন ছিল স্বপ্নের মতো
আমাদের কথায় ছিল সদ্য বলতে পারা
শিশুর কথার চপলতার মতো চঞ্চলতা
আমাদের হৃদয় ছিল হৃদয়ে নিপতিত
আমার স্মৃতি পুড়ে যাচ্ছে-
আয়েশা কোন ফাঁকে এসে দাঁড়িয়েছে পাশে, বললে, তাহাদ আলী দেখছিল
যখন ফিরছিলাম ঘরে। মনে পড়ে, গভীর রাতে সে গিয়েছিল আমার কক্ষে
-কি আজে বাজে বই পড়ো সারাক্ষন, বলছিলো, বিজ্ঞান আর কবিতা,
কি হবে পাতাল-মর্ত্য-আকাশের আবিষ্কারে
আর শব্দের গাথুনীতে রহস্য বুনে,
জীবনের ধুলো ঝেড়ে মস্তিষ্কে দাও ঝাঁকুনি
তাকিয়ে দেখো সমাজ-রাষ্ট্র-ধর্ম মিলে কিভাবে লুটে নিয়ে যাচ্ছে
মানুষের অন্তর্গত অগ্নিস্ফুলিঙ্গের সমস্ত অর্জন,
জেনে রেখো মাটির নীচে লুকিয়ে আছে কোথাও কোথাও আগ্নেয়গিরি
আর প্রতিটি মানুষ এক একটা দাবানল-
তোমাদের অতিমানবীয় প্রেমভাব নিয়ে তোমরা মত্ত থাকো অনর্গল
আমি মানব- এই সত্ত্বায় অবিরল অনল।
আমাদের চোখে স্বপ্ন ছিল স্বপ্নের মতো
আমাদের কথায় ছিল সদ্য বলতে পারা শিশুর কথার চপলতার মতো চঞ্চলতা
আমাদের হৃদয় ছিল হৃদয়ে নিপতিত
আমার স্মৃতি পুড়ে যাচ্ছে—————অনবদ্য দাদা
ধন্যবাদ অসংখ্য।
‘তোমাদের অতিমানবীয় প্রেমভাব নিয়ে তোমরা মত্ত থাকো অনর্গল
আমি মানব- এই সত্তায় অবিরল অনল।’
হুম। এই না হলে ফকির আব্দুল মালেক !! জীবনে শেষ গোল বলে কিছু নেই।
প্রতিদিনই আমরা আমাদের মতো করে নিজেতেই ভাঙ্গি আবার নতুন করে গড়ি।
জীবনের শেষ গোল চলে যাওয়া। যাক সে সব কথা। লেখাটি লক্ষ্য করুন, লাইনগুলি বড় হওয়ার কারণে দুই একটি শব্দ ভেঙ্গে যাচ্ছে। আগে এমন হতো বলে মনে পড়ছে না। স্পেস কি কমিয়ে ফেলা হয়েছে এখানটায়?
না স্যার। হরাইজেন্টাল অ্যালফাবেট বক্স সাইজ পূর্বের মতো একই আছে।
ভাললাগা জানুন ফকির আবদুল মালেক ভাই
আপনি এসে এখানে মন্তব্য করেছেন এটা যে আমার অনেক ভাল লাগা সে কথাটিও জানুন।
শুভ কামনা।
জেনে রেখো মাটির নীচে লুকিয়ে আছে কোথাও কোথাও আগ্নেয়গিরি
আর প্রতিটি মানুষ এক একটা দাবানল-
ভীষন সত্য উপলদ্ধি কবি । শুভকামনা জানবেন ।