অস্তিত্ত্বহীনতা

ভীষণ অস্তিত্ত্বহীনতার মাঝে তোমায় দেখি
গবেষণামূলক তথ্যগুলির ভিত নাড়িয়ে
তোমার একলা চেয়ে থাকা
বারে বারে সন্ধির প্রস্তাব নিয়ে হাত ছুঁয়ে থাকা
কথা বলতে চেয়েও সামাজিক নিয়ম অনুসারে স্তব্ধতা
লুব্ধকের বিরাণ অসংবদ্ধতার নীরব দর্শক থেকে
মৃত কোকিলের পুনরুজ্জীবনে বসন্তের চলমানতার বার্তা
সবই ত’ তোমার জানা
তুমি ত’ বোঝো গতানুগতিক সমীকরণে আমায় বাঁধা যায় না…

4 thoughts on “অস্তিত্ত্বহীনতা

মন্তব্য প্রধান বন্ধ আছে।