আকাশ নক্ষত্রের গল্প ভুলে গেছে
এখানে রঙিন ফানুসের উর্ধ্বমুখী বেগ,
আতুর কাকের ভূতুরে চিৎকারে
নারকেল ফুলের মতন ঝরে মেঘ
ফরসা ডানার পাখিগুলো কেড়ে নেয়
সূর্যের গন্ধ!
নবীন প্রেমিকার স্ফীত খোঁপায়
কাঠগোলাপ দেখে মনে পরে-
কোন মোহময় ফাল্গুনে
কাকে যেনো ভালোবেসে ছিলাম।
অথচ,
দুপুরের মাঠে শুয়ে থাকা
মেঠো নীরবতার মতন
হৃদয়ের স্তব্ধতায় আজ সে লীন!
দারুণ অনুভূতি পেলাম
ধন্যবাদ ভাই
”নবীন প্রেমিকার স্ফীত খোঁপায়
কাঠগোলাপ দেখে মনে পরে-
কোন মোহময় ফাল্গুনে
কাকে যেনো ভালোবেসে ছিলাম।“
কবিতায় মুগ্ধতা রাখছি কবি। শুভেচ্ছা নিন।
শুভ কামনা আপনার তরে
দিনের প্রথম লিখাটি পড়লাম। পড়ে যেটা মনে হলো … এই লিখা সহজ কোন হাতের হস্তাক্ষর হয়ে জন্ম নেয়নি। মনের মধ্যে পুঞ্জিভূত অনুভূতি আর শব্দের অনুপ্রাস মাত্র।
রুবা রহমান। শুভেচ্ছা জানবেন।
একটি আহবান : আপনার ডায়রির পাতা গুলোন খুলে যাক আরও একবার।
দিন শেষে শুভ সন্ধ্যা। ডায়েরীর পাতা খুলে দিলাম,দেখি কবিতার চাষ হয় কিনা।
আপনার উৎসাহ আমায় অনুপ্রেরণা দেয় স্যার।
নবীন প্রেমিকার স্ফীত খোঁপায়
কাঠগোলাপ দেখে মনে পরে-
কোন মোহময় ফাল্গুনে
কাকে যেনো ভালোবেসে ছিলাম।
অথচ,
দুপুরের মাঠে শুয়ে থাকা
মেঠো নীরবতার মতন
হৃদয়ের স্তব্ধতায় আজ সে লীন- অসাধারণ!!
অসংখ্য ধন্যবাদ।শুভেচ্ছা রইলো