পকেটগুলো ঢুকে যাচ্ছে শরীরের ভেতর
কতোটা লজ্জায় নাকি অপবাদে ঠিক বুঝতে পারছি না
অথচ একদিন এই পকেটে চাঁদ নিয়ে ঘুরতাম
ডানে বামে আগে পিছে অসংখ্য পকেট
না বাবা না মা এমনকি কিশোরবেলার প্রেমিকারও নিষেধ ছিল-
খবরদার! পকেটে হাত দেয়া যাবে না
চাঁদটা উড়ে যেতে পারে।
আমরা বুঝি আজও চলে যাওয়াদের দলেই আছি
ক্যামন রাক্ষসের মতো মুখ হা করে দাঁড়িয়ে থাকে শহর
বিনম্র লজ্জায় পকেটটা চেপে ধরে পথ হাটতে থাকি
শুধুমাত্র বুকের বাঁ পাশে একটা পকেট
আজও শূন্য পড়ে থাকে।
অতি বাস্তবতা নয়; সত্য বা পারিপার্শ্বিক বাস্তবতার ছোঁয়া থাকে আপনার লিখায়।
শুভেচ্ছা রাখি প্রিয় কবি।
ধন্যবাদ মুরুব্বী
দারুন। বেশ ভাল লেগেছে উপমা।
দারুন একটি ঐন্দ্রজালিক ভাব আছে লিখা।।
শুভকামনা আপনার জন্য।
পড়ার জন্য ধন্যবাদ ভাই
* প্রিয় কবি, শুভ কামনা নিরন্তর…
ভালোবাসা রইল