নদীর পলিতে ভেসে আসে অজস্র ছিন্ন হৃদয়
ভেসে আসা পলির জমিনে উর্বর ফসল জন্মালে
আমরা ভাবি প্রসবিতা নদী তার পাঁজরের রক্তে
লিখে দিচ্ছে অনাগত কাল, তার ব্যথা বেদনা
আমাদের ভারাক্রান্ত করলেও ক্ষণিকের শোক কাটিয়ে
আমরা উঠি, প্রস্ফুটিত কলি আমাদের ভোগের নিমিত্তে
অল্পকাল পরেই পাপড়ি মেলবে এই খুশিতে ভুলে যাই
বিগতকালে ভিন্নমতের কারণে আমাদের নিগ্রহ কথা
সময় বদলে যায়, বদলে যায় শিখানো মানবীয় বোধ
কষ্টের শাখা বিন্যাসে একদিন মজেছিল যে মরমীয় মন
এখন রূপান্তরিত ধাতব মুদ্রায়, একদিন যে কোমল
হৃদয় পলি বাহিত নদীতে ভাসার খায়েশ জানিয়েছিল
আজ তা সুইমিং পুলের বিকিনি মেলাতে ব্যস্ত সময় কাটায়
একদিন যে মননে পক্ষীশালার ভাবনা সঞ্চিত ছিল
আজ তা মান্দার বাগানে কাঁটা বিলাসী কথা লিপিবদ্ধ করে
মায়ের বেড়ে দেয়া ভাতে একদিন যে খুঁজত তৃপ্তি
এখন সেই পঞ্চতারকার পোলাওকে অমৃত মনে করে
খরস্রোতা নদীর গায়েও চর গজায়, অতি সংবেদনশীল মানুষও
অহংকারের দাপটে মাটিতে পা ফেলে না, ধমনীতে রক্ত
থাকলেই ঝরাতে হবে, মানুষের কষ্টে কেঁদে বুক ভাসাতে হবে
এসব প্রাগৈতিহাসিক কথা, বাস্তব এসব থেকে অনেক দূরে…
অনন্য এবং অসাধারণ লিখা। কবিতা উপহারের জন্য ধন্যবাদ প্রিয় মকসুদ ভাই।
বেশ কিছু উপমা অনেক ভাল লেগেছে। সম্পূর্ণ কবিতাটিই ভাল লেগেছে।
সুন্দর উপমা।
অসাধারণ লেখনি।
ধমনীতে রক্ত
থাকলেই ঝরাতে হবে, মানুষের কষ্টে কেঁদে বুক ভাসাতে হবে
এসব প্রাগৈতিহাসিক কথা, বাস্তব এসব থেকে অনেক দূরে…
* অসাধারণ বাণী বিন্যাস…