পাখিদের মতো

আমরা সাঁতার শিখতে পারি নি
নদীর পলিতে ভেসে এসে গড়েছি সংসার
ওহে জলদেবী! তোমার কী নিদারুণ দয়া
আমাদের ভোগের নিমিত্তে উর্বরা করেছ ভূমি

বড় খায়েশ জন্মে ছিল মনে
মরমীয় রূপ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি
অদ্ভুত নাচের মুদ্রায় ভুলে গেছি পক্ষীশালার কথা
সুইমিং পুলের বিকিনি পরা মেয়ে এসো প্রাচীন কথা বলি

খরস্রোতা নদীর তোড়ে আমার বাগানবিলাসী সুখ যাচ্ছে ভেসে
তবুও মজে আছি মানবীয় বোধে শব্দের বিন্যাস
কলমের খোঁচায় লিখে রাখছি অনাগত কালের ক্ষণিক শোক
এসো বদলে যাই পাখিদের মতো করে।

5 thoughts on “পাখিদের মতো

  1. কবিতার জন্য শুভেচ্ছা প্রিয় কবি।
    আপনার প্রকাশনার সাথে পরিচিত হতে বইমেলায় আসতে পারি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. মন্তব্যের জন্য ধন্যবাদ শ্রদ্ধেয়। বইমেলায় আসলে অনেক খুশি হবো। কবে আসবেন জানাবেন অবশ্যই

  2. আপনার লেখা বরাবরই ভাল লাগে, এই লেখাটিও তার ব্যতিক্রম নয়।
    শুভ কামনা জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।