সময়ের কাছ থেকে এখন সবাই মুখ ফিরিয়ে নেয়
কেউ চোখ ফিরিয়ে নেয় না, সবাই চেয়ে চেয়ে দেখে
কিভাবে দূর্বাঘাসে, ভেষজের স্থান দখল করে নগর তিতো হয়;
গড়ে ওঠে বৃদ্ধাশ্রম, মাদকাশক্তি নিরাময়কেন্দ্র, দানাদার
কোচিং সেন্টার, সর্বরোগ আরোগ্যদানকারী ক্লিনিক,
শেফা সেন্টার, অষ্টধাতুর বিকিকিনি———!!
সবাই মুখ ফিরিয়ে নাও একফোঁটা প্রেম, আমূল বদলে
দাও ভুলচুক জীবন; আমার প্রেমিকা এখন আর চিঠি
লিখে না, সাইরেনের বীভৎস শব্দও ভেঙে দিতে পারে
না তার কবরের নীরবতা; আমিও বেশ আছি নিঃসঙ্গ,
নিস্তেজ, নিরুত্তাপ শব্দ দ্বীপ; আমার কথা কেউ ভেবো
না!!
যে যার মতো করে সময় বদলে দাও, সময় বদলে নাও;
নৌকোর পালে যতোদিন হাওয়া খেলে ঠিক ততোদিন,
যতো পারো আমার বিষণ্ণ সন্ধ্যা মাড়িয়ে যাও সমুদ্রতট;
শহরের কোনো রেস্তরাঁয় তিল ধারণের ঠাই নাই—
মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সবখানে— সবখানে;
আমি কোথায় যাবো– কিভাবে যাবো — বলে দাও
এখন সবাই তোমরা কেবল মুখ ফিরিয়ে নাও——!!
অনে…ক সুন্দর। কবিতার জন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় কবি।
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
যে যার মতো করে সময় বদলে দাও, সময় বদলে নাও;
নৌকোর পালে যতোদিন হাওয়া খেলে ঠিক ততোদিন,
যতো পারো আমার বিষণ্ণ সন্ধ্যা মাড়িয়ে যাও সমুদ্রতট;- অসাধারণ!!
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
আমার প্রেমিকা এখন আর চিঠি
লিখে না, সাইরেনের বীভৎস শব্দও ভেঙে দিতে পারে
না তার কবরের নীরবতা;
আহা প্রেম – কেউ ভোলে কেউ কষ্ট পায় তিলে তিলে –
শুভকামনা আপনার জন্য /
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
চমৎকার লিখেছেন
অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।
আপনার লেখা পড়তে বেশ ভাল লাগে পারিপাটি উপস্থাপনার কারণে। সাথে সাথে একথাও সত্যি যে আপনার ফিনিসিং ততটা উন্নত মানের হয় না যতটা শুরু কিম্বা মাঝে থাকে।
আসুন মেতে উঠি সৃষ্টিশীলতায়।
ফিনিশিং নিয়ে যদি আমাকে কিছু পরামর্শ দিতেন কৃতার্থ হতাম।।অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।