মহিমাপর্ব

মোমের মহিমা দ্যাখো আলো দিয়ে অন্য ভুবনে ,
বেঁচে থাকে যে মানস পুরাণের প্রথম প্রহরে
তাকেই ঝলক বলি,তাকে বলি জ্যোতির বারতা
সূর্য’ও সাথী হয়ে সাথে চলে প্রেমের বয়নে।

তুমিতো চেয়েছো নারী আলো হোক বশ্য সুবাস
ছড়িয়ে পড়ুক ফের সমতলে,সপ্ত আকাশে
তারপর প্রাণে প্রাণে নির্মাণে পুষ্ট পাঁজর
কালের গন্তব্যে গিয়ে চিরদিন ঘটুক প্রকাশ।

প্রকাশিত হতে চাই -এই দাবী আমারও তো ছিল
মুদ্রণ রহস্য নিয়ে বার বার দরোজার কাছে
গিয়েছি তোমাকে পেতে চাঁদমুখী রাতের আড়ালে
ঢেকেছে তারার মুখ,ছায়াবুকে জোসনার কালো।

মিলনের মহিমাতে জীব যতো ঘুরপাক খায়
পৃথিবীও মন খুঁজে ঈশানের মেরুতে হারায়।

4 thoughts on “মহিমাপর্ব

  1. মিলনের মহিমাতে জীব যতো ঘুরপাক খায়
    পৃথিবীও মন খুঁজে ঈশানের মেরুতে হারায়।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. প্রকাশিত হতে চাই -এই দাবী আমারও তো ছিল
    মুদ্রণ রহস্য নিয়ে বার বার দরোজার কাছে
    গিয়েছি তোমাকে পেতে চাঁদমুখী রাতের আড়ালে
    ঢেকেছে তারার মুখ,ছায়াবুকে জোসনার কালো।….ভালো লাগল শব্দের ব্যবহার। শুভকামনা প্রিয় কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।