প্রভুর কাছে…

আড্ডা দেয়া অনেক হলো
ফিরতে হবে বাড়ি
ঘরদুয়ারে দাঁড়িয়ে আছে
পৌঁছে দেয়ার গাড়ি

পৌঁছে দেবে গাড়ি মোদের
বাড়িতে পৌঁছাব
সওদাপাতি ঠিক করেছ
একবার মন ভাব

সঠিক জিনিষ কিনতে যদি
করে থাক ভুল
ভুলে ভালে কাটাও জীবন
বে-পথে মশগুল

বৃথাই হবে জীবন তোমার
বৃথাই সারাংসার
গোলক ধাঁধায় পরবে গাড়ি
পৌঁছাবে না পাড়

আড্ডা দিয়ে সময় কাটাও
তাও বা আছে ঠিক
কিন্তু মনে রেখো তুমি
কোনটা তোমার দিক

তোমার প্রভু কি বলেছেন
স্মরণ রেখো মনে
তোমার মনের মাঝে তারে
রাখিও যতনে

জীবনপাতে নেই তো মানা
করবে জীবনপাত
কিন্তু তাকে স্মরণ করো
দিবস কিংবা রাত

ঘরের মাঝে সুখ শান্তি
পেতে যদি চাও
প্রভুর পায়ে নিত্য তুমি
মাথাটা ঠেকাও

সাড়ে তিন-হাত ঘরের মাঝে
থাকতে হবে যখন
কি নিয়ে থাকবে সেথায়
ঠিক করে নাও মন

চিরদিনের ঘরটা তুমি
এখন থেকেই সাজাও
সত্য মনে এখন থেকেই
প্রভুর বাঁশি বাজাও

প্রভু যদি খুশি হন
ঘরটা হবে মহল
তার দয়াতে কবর ঘরে
মনে পাবে বল

কবর ঘরের সাড়ে তিন-হাত
তখন হবে চাষ
তোমার বুকে থাকেন যদি
আল্লাহ বারোমাস…

3 thoughts on “প্রভুর কাছে…

  1. ছন্দ মিলের লিখায় দারুণ স্বাচ্ছন্দ বোধ করি। ভালো লাগে এমন লিখা।
    অভিনন্দন প্রিয় মকসুদ ভাই। সালাম জানবেন। ধন্যবাদ।

  2. আড্ডা দেয়া অনেক হলো
    ফিরতে হবে বাড়ি
    ঘরদুয়ারে দাঁড়িয়ে আছে
    পৌঁছে দেয়ার গাড়ি- হ্যা, আমিও প্রস্তুত।

  3. কবর ঘরের সাড়ে তিন-হাত
    তখন হবে চাষ
    তোমার বুকে থাকেন যদি
    আল্লাহ বারোমাস…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।