প্রতিচ্ছবি

কাল অনেক রাত পর্যন্ত
চিনে নিতে চেয়েছি নিজেকে।
ইচ্ছে করেই সব বন্ধুদের বলেছিলাম
শুভরাত্রি সময়ের অনেক আগেই।
আমার আমিকে আমার কাছে মেলে ধরে
সবটাই বুঝতে চেয়েছি, যুঝতে চেয়েছি।

ঝড়ের আগের রাঙা মেঘের মতো
কবিতারা একে একে নেমে আসে
হৃদয় চিড়ে আঙুলের রেখা বেয়ে।
কবিতারা জানো অনেকটা তোমার মত
স্বচ্ছ, নির্মল, আর অনায়াস অভিমানী।

বেশি কিছু চাওয়া চাই নি কখনো,
কারো কাছে, কোন প্রত্যাশা নেই।
আমার হাতের পাতা দুটো উপুড় করা আছে
সেই আগের মতো করেই।
আজকাল আমি হঠাৎ করেই শব্দ হারাই,
বাক্যেরাও মাঝ পথে চুপ করে থেমে যায়।

তবুও আমি চেয়ে থাকি, প্রায় মিলিয়ে যাওয়া
আলোর রং স্বচ্ছ করে অপেক্ষা করি তোমার
ভালোবেসে নিজেকে মেলে ধরি সম্পূর্ণ।

28 thoughts on “প্রতিচ্ছবি

  1. সহজ বোধনের জীবনের অনুলিপি। শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধু কবি রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. আমার আমিকে আমার কাছে মেলে ধরে
    সবটাই বুঝতে চেয়েছি, যুঝতে চেয়েছি।- অসাধারণ চাওয়া! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  3. দারুন একটি আবেগঘন কবিতা ।
    ভাবনা, ভনুভুতি, আবেগ, ,প্রেমের গভীরতা, পাওয়া না পাওয়ার ব্যথা, বেদনা, আনন্দ প্রকাশের লক্ষে সঠিক শব্দ চয়ন ও প্রয়োগের জন্য কবির প্রতি থাকল বিশেষ অভিনন্দন ।
    কামনা করি বাংলার কাব্য জগত সমৃদ্ধ হোক তোমাদের মত প্রতিভাদৃপ্তদের অক্লান্ত প্রয়াসে ।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. আমরা সবাই মাঝেমাঝে নিজেকে নিয়ে ভাবতে বসি, চিনতে চেষ্টা করি বয়সের সাথে বদলে যাওয়া আমিকে।

    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifkiss

    1. শুভেচ্ছা আসিফ আহমেদ। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. শুভ সকাল, কবিতায় আজ হলো আমার সকাল তবে মন ছুয়েছে কবিতাটি, সকালটা অন্যরকম ভাল লাগছে আজ। শুভ কামনা কবি দি

  6. নিজেকে চিনা বড় কঠিন কাজ তারপরও

    চেষ্টা মন্দ না কবি দিদি

  7. কবিতারা জানো অনেকটা তোমার মত
    স্বচ্ছ, নির্মল, আর অনায়াস অভিমানী

    চমৎকার লিখেছেন কবি। শুভ কামনা সতত।

  8. অসাধারণ কাব্যিকতায় মুগ্ধ হলাম।
    সুন্দর উপস্থাপনা। বিষয়বস্তু সুন্দর ও সাবলীল।
    শব্দের ব্যবহার যথাযথ। কবিতাটি নিঃসন্দেহে
    সবার ভালো লাগবে আশা রাখি।

    প্রিয়কবিকে আন্তরিক অভিনন্দন। শুভেচ্ছা জানাই।
    সাথে থাকবেন। প্রত্যাশা রাখি।
    জয়গুরু!

  9. অনেক অনেক বেশী সুন্দর রিয়া আপা। :)

  10. কবিতারা জানো অনেকটা তোমার মত
    স্বচ্ছ, নির্মল, আর অনায়াস অভিমানী।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    বেশ লাগল কবিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  11. রিয়া'দি, 
    কবিতার ক্যানভাসে জীবনের কিছু চাওয়া আর ভালোবাসার কথা  চেনা ছন্দ আর শব্দগুচ্ছে অসাধাৰণ করে এঁকে দিয়েছেন । কবিতায় ভালো লাগাও তাই অনেক অনেক ।

    1. আপনার মন্তব্যে সুখি হলাম কবি খন্দকার ইসলাম দা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।