তোমার জন্য কল্পমানুষ

আমার ভাল লাগা-বিশ্বাস-কষ্ট-ধৈর্য, সব টুকুই
তোমাকেই দেবো, শুধু তোমাকেই দেবো আমি।
যে কষ্টেরা বৃষ্টি হয়ে নেমেছিল আমার দুচোখে,
সেইটাও রেখে দেব এখানে,
তোমার আমার মাঝখানে।
ঝলমলে সকাল-মন কেমন করা দুপুর-
দুষ্টুমি মাখা বিকেল-গভীর ঘন রাত…।
পরিচয়ের বড় বেশি সীমাবদ্ধতা, বড় বেশী ক্ষুদ্রতা।
এই শেকলের বাঁধা গণ্ডি পেরিয়ে,
দম বন্ধ করা পরিবেশ থেকে,
তুমি নিয়ে যেও তোমার মনমহলে।
রোজ সন্ধ্যায় থাকো আমার সাথে, আমার ছাদে,
বৃষ্টি বা মেঘ সাথে ভোর নিয়ে…
আমার চোখের পাতায়, আমাদের অভিসার।

10 thoughts on “তোমার জন্য কল্পমানুষ

  1. “এই শেকলের বাঁধা গণ্ডি পেরিয়ে,
    দম বন্ধ করা পরিবেশ থেকে,
    তুমি নিয়ে যেও তোমার মনমহলে।
    আমার চোখের পাতায়, আমাদের অভিসার।”
    ___ কল্পমানুষে এই টুকু প্রত্যাশা করা যেতেই পারে। অভিনন্দন বন্ধু রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. বৃষ্টি বা মেঘ সাথে ভোর নিয়ে…
    আমার চোখের পাতায়, আমাদের অভিসার।— অসাধারণ
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  3. পরিচয়ের বড় বেশি সীমাবদ্ধতা, বড় বেশী ক্ষুদ্রতা।
    এই শেকলের বাঁধা গণ্ডি পেরিয়ে,
    দম বন্ধ করা পরিবেশ থেকে,
    তুমি নিয়ে যেও তোমার মনমহলে——–কেমন যেন মন কাড়া স্বাদ পাই কবিতাটির মধ্যে। শুভেচ্ছা…

  4. যে কষ্টেরা বৃষ্টি হয়ে নেমেছিল আমার দুচোখে,
    সেইটাও রেখে দেব এখানে,
    তোমার আমার মাঝখানে।- তবুও কষ্টরা থাকুক নো-ম্যানস ল্যান্ডে।

    কবিতায় ভালো লাগা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।