১
কোথাও একটা ভুল হলো বুঝি। ভুল কিংবা ভুল বোঝাবুঝি আরকি।
মানবীর সবকিছুতেই ভীষণ তাড়া। তাড়াহুড়ো কিংবা তড়িঘড়ি। কথা বলবে তো তাড়া, হড়বড়িয়ে কথা বলা যাকে বলে। চলবে তরতরিয়ে। কোনকিছু চাই তো এক্ষুণি চাই যেনো অপেক্ষার সময় নেই তার।
সেবার এক আত্নীয় এলো দেখে বললোঃ মেয়ে মুটিয়ে যাচ্ছ আজকাল, বাড়ীর কাছে অফিস একটু হেটে গেলেইতো পারো। মানবী হাসে, বলেঃ আমিতো হেটে যাইনা দৌড়ায় দৌড়ায় যাই। তারপর দুজনের হাসি চলে কতক্ষণ।
২
ঈশ্বরও হাসেন। এই তরতরিয়ে চলা হড়বড়িয়ে বলা বলা মানবীকে দেখে হাসেন। তার নিজস্ব হিসেবে হাসেন। তারপর খুব ধীরে ধীরে সেই তড়িঘড়ি মানবীর জীবন সুতোটায় টান দেন। খুব হিসাব করে পূর্ব ও পূর্ণ পরিকল্পনায়।
৩
ঈশ্বরের পরিকল্পনা সম্পর্কে মানবী জানান পায় ডাক্তারী পরীক্ষায়। কিন্তু তার তো কোন তাড়া ছিলোনা ফেরার, সত্য ছিল না। বেহিসাবী মানবীর হিসাব মেলেনা। ভাবে হে ঈশ্বর কোথাও একটা ভুল হলো বুঝি। ভুল কিংবা ভুল বোঝাবুঝি আরকি।
মানবী ভুলে যায়, ঈশ্বর কখনো ভুল করেননা। ঈশ্বর সব করেন পূর্ব ও পূর্ণ পরিকল্পনায়।
ঈশ্বর অথবা মানবীর গল্প। এক্সিলেন্ট লিখন। জীবন বোধনের অনন্য অণুকথন।
ধন্যবাদ
কৃতজ্ঞতা।
মানবীর মাঝে ঈশ্বর বাস করে কথাটি চিরসত্য

শুভকামনা রইল।
তুমি সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো – এমনি আর কি
ভালো থেকো ।
কৃতজ্ঞতা
একটা সময় মনে হয় আমরা সবাই যেন তারই কোন অদৃশ্য সুতোয় আটকানো পুতুল বিশেষ….
ভালো থাকবেন সবসময়

ভালো লিখেছেন …….শুভেচ্ছা রইল।
শুভকামনা

ঈশ্বরও হাসেন। এই তরতরিয়ে চলা হড়বড়িয়ে বলা বলা মানবীকে দেখে হাসেন। তার নিজস্ব হিসেবে হাসেন। তারপর খুব ধীরে ধীরে সেই তড়িঘড়ি মানবীর জীবন সুতোটায় টান দেন। খুব হিসাব করে পূর্ব ও পূর্ণ পরিকল্পনায়।- অনন্য।