পুজার অপেক্ষায়

থমকে আছি প্রাণের শহরে মনের অপেক্ষায়,
ঠিক যেমন ভোরের আগে পৃথিবীকে দেখায়,
যেমন থাকে কুয়াশায় ঢাকা নিশ্চুপ সকাল-
প্রহর শেষে নীল রঙে মেশে লাজুক গভীর লাল।
চোখে আমার ঘোর লেগেছে উদাসী বাতাসে
ভোরের আকাশ, ফাগের চমক, তরঙ্গ উন্মেষে,
ভীষণ আবেগ এক নিমেষে ক্লান্তি নিল শুষে,
মনে খুশির বাণ ডেকেছে দারুন উল্লাসে।

কংক্রিটের এই শহরটায় একাকিনী এই চোখ;
শীতল পাষাণ গলিয়ে দিয়ে একটু তরল হোক
অপেক্ষাতেই আছি আমি, সকাল-দুপুর-সাঁঝ,
মিষ্টি মেদুর আমেজ তবে জড়িয়ে থাকুক আজ।
হিমেল বাতাস ,মেঘলা আকাশ, ছায়া ঘেরা দুপুর-
চোখে যে আজ ঘোর লেগেছে বাজছে খুশির নূপুর;
মনের মাঝে উঠছে বেজে আনন্দের এক সুর
মনটাকে আজ বাঁধিসনে সে উড়ুক অচিনপুর।

অবুঝ মনটি শিশির মেখে ভোরের সাথে খেলে,
উতাল হাওয়া ফিসফিসিয়ে রঙিন বার্তা দিলে,
পশ্চিমে ওই সোনা ঝরা মিঠে আলোর সাথে
প্রাণের শহরে একা পূজারিণী রয়েছে অপেক্ষাতে।

26 thoughts on “পুজার অপেক্ষায়

  1. ‘হিমেল বাতাস ,মেঘলা আকাশ, ছায়া ঘেরা দুপুর-
    চোখে যে আজ ঘোর লেগেছে বাজছে খুশির নূপুর;
    প্রাণের শহরে একা পূজারিণী রয়েছে অপেক্ষাতে।’

    অসম্ভব হৃদয়হরা লিখা। অভিনন্দন প্রিয় কবিবন্ধু রিয়া। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. অবুঝ মনটি শিশির মেখে ভোরের সাথে খেলে,
    উতাল হাওয়া ফিসফিসিয়ে রঙিন বার্তা দিলে,
    পশ্চিমে ওই সোনা ঝরা মিঠে আলোর সাথে
    প্রাণের শহরে একা পূজারিণী রয়েছে অপেক্ষাতে।———-সুন্দর

  3. অপেক্ষা জীবনের সমাপ্তি ঘটুক কবি রিয়া রিয়া। শুভেচ্ছা রাখলাম। 

  4. পশ্চিমে ওই সোনা ঝরা মিঠে আলোর সাথে
    প্রাণের শহরে একা পূজারিণী রয়েছে অপেক্ষাতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  5. দিদি আপনার কবিতা পোস্টের ছবিটি কি গঙ্গা নদীর উপর নির্মিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতুর ছবি? যা হাওড়া ব্রিজের উত্তরে  দৃশ্যমান! আমি হাওড়া ব্রিজ থেকে এই ব্রিজটা দেখেছি বলে মনে হয়।       

    1. আপনি ঠিক দেখেছেন। ছবিটি গঙ্গা নদীর উপর নির্মিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেতুর ছবি। 

  6. আপনার যতগুলি কবিতা পড়েছি সেসব থেকে এটাকে ভিন্ন লেগেছে। ভীষণ মুগ্ধ হয়ে পড়লাম দিদি।

    1. অনেকদিন পর আপনাকে দেখে খুউব খুশি হলাম প্রিয় মিড দা।

  7. কংক্রিটের এই শহরটায় একাকিনী এই চোখ;
    শীতল পাষাণ গলিয়ে দিয়ে একটু তরল হোক

    কবিতাটা অসাধারণ লাগলো কবি দিদি।

  8. মনের মাঝে উঠছে বেজে আনন্দের এক সুর
    মনটাকে আজ বাঁধিসনে সে উড়ুক অচিনপুর।

     

    * চমৎকার বাণীবিন্যাস…. বিমুগ্ধ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    প্রিয় কবি দি, শুভরাত্রি।

  9. পশ্চিমে ওই সোনা ঝরা মিঠে আলোর সাথে
    প্রাণের শহরে একা পূজারিণী রয়েছে অপেক্ষাতে। :)

  10.  সুন্দর একটি কবিতা পাঠে আনন্দিত কবি অপেক্ষার অন্ত হোক

    আনন্দে ভরে উঠুক এই কামনা দিদিhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  11. কংক্রিটের এই শহরটায় একাকিনী এই চোখ
    শীতল পাষাণ গলিয়ে দিয়ে একটু তরল হোক

    তাই হোক তবে তাই হোক 

  12. অবুঝ মনটি শিশির মেখে ভোরের সাথে খেলে,
    উতাল হাওয়া ফিসফিসিয়ে রঙিন বার্তা দিলে,

    1. বাহ্। আপনিও মন্তব্য ঘরে ছবি দেয়া শিখে গেছেন। :) শুভ সন্ধ্যা। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।