পাখিদের ঝাঁকে মিশে
চলো একদিন অজানায় যাই উড়ে।
শান্ত পাহাড় ঘেরা সুনীল জলে
ডানা ছুঁয়ে ভেসে থাকি দু’জনায়
খুব কাছাকাছি।
তুমি কিছু কথা ক’বে,
আমি ক’বো কিছু,
তারপর কথা নেই আর কোনো।
কেবলি স্বর্ণালী আলো ঠিকরে গেলে
আকাশ আলোকে আর আমাদের নরম
পালকে, জেনে নেবো প্রাণে, আগামী বসন্তে
সাজাবো খড়কুটো আর ঘাসফুলে বোনা
স্বপ্নমাখা নিরালা নীড়। তখন জন্মান্তরের পরিচয়
আমাদের একফোঁটা “সুখ” হয়ে ধরা দেবে,
ক্লিন্ন-কিষ্ট-বেদনায় ক্লান্ত পৃথিবীর চোখের পরে।
স্বপ্নমাখা নিরালা নীড়। জন্মান্তরের পরিচয় আমাদের একফোঁটা “সুখ” হয়ে ধরা দেবে,
ক্লিন্ন-কিষ্ট-বেদনায় ক্লান্ত পৃথিবীর চোখের পরে। সুন্দর কবিতা কবি রোখশানা রফিক।
খুব সুন্দর প্রিয় কবি দিদি ভাই।
পাখি না হয়েও পখি জীবন আমাদের কবি আপা।
খড়কুটো আর ঘাসফুলে বোনা স্বপ্নমাখা নিরালা নীড়।
খুব ভালো লেগেছে !
আমাদের একফোঁটা “সুখ” হয়ে ধরা দেবে,
ক্লিন্ন-কিষ্ট-বেদনায় ক্লান্ত পৃথিবীর চোখের পরে।
* সুন্দর….
ভালোবাসা কবি বোন রোখশানা রফিক। আপনি কোথায়?
ভালো লাগার মতো কবিতা আপা।