আজ গোধূলির আলোয় ভেবেছিলাম
তোমায় দেখতে পাব
সব স্বপ্ন সব অভিমান ভেঙে যাবে
আঁধার ভরা এক রাতের কাছে।
তোমার চোখে জ্যোছনা আঁকবো বলে
এক একটা রাত কেটে যায়
আমার নীল ক্যানভাসে শুধু হিজিবিজি
আঁকিবুঁকি সার হয়।
এলোমেলো চিন্তারা আজকাল নৈশব্দের
পথ ধরে হেঁটে চলে যায় অনেক দূর
নীল প্রজাপতির পাখনায় লেগে আছে
রক্তের দাগ, আহত সে।
তোমার স্পর্শ আজ স্বপ্নের মতো
অনেক দূরে মিশে গেছে
তারকাখচিত কোন আকাশে।
অবকাশ জানলাম প্রিয় বন্ধু কবি ইন্দ্রাণী সরকার। দারুণ লিখেন আপনি।
খুবই আনন্দিত ও আপ্লূত হলাম কবি |
তোমার চোখে জ্যোছনা আঁকবো বলে
এক একটা রাত কেটে যায়
আমার নীল ক্যানভাসে শুধু হিজিবিজি
আঁকিবুঁকি সার হয়।
ধন্যবাদ কবি |
সব স্বপ্ন সব অভিমান ভেঙে যাবে
আঁধার ভরা এক রাতের কাছে।—–
শুভেচ্ছা নিবেন——
ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই |
এলোমেলো চিন্তারা আজকাল নৈশব্দের
পথ ধরে হেঁটে চলে যায় অনেক দূর
নীল প্রজাপতির পাখনায় লেগে আছে
রক্তের দাগ, আহত সে।”
চিন্তারা এলোমেলো হলেই স্বপ্নরা নিজের ঠিকানা ভুলে
নিজের চিরচেনা পথ ছেড়ে চলে যায় ধূসর চৌরাস্থায়
যেখানে সব চিরচেনা রঙ গুলো বির্বন হয়ে
ক্ষত গুলো বিকাশিত করে।
সুন্দর লেখা।
অনেক ধন্যবাদ বন্ধু কবি |