গহীনের গহীন

গহীনের গহীন আগুন
ধুপ পুড়ে ঘ্রাণ
সুভাস কি বাহিরে তার
কিবা চায় প্রান।

মজিলে আপন কথায়
রঙ্গ করে মন
কি যাদু করিলা বিধি
অবুজ নিধন।

সময়ের বড় পাপ
পায়ে পরে সাধে
অনাহারে থাকে মন
চোখ শুধুই কাদে।

10 thoughts on “গহীনের গহীন

  1. নির্মল এবং নির্মেদ কবিতা। অভিনন্দন প্রিয় খেয়ালী মন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. আপনার কুবিতা অনেক দিন মিস করেছি। শব্দনীড় না হলে আপনার কবিতার সাথে মোলাকাত হয় না।

  3. সময়ের বড় পাপ
    পায়ে পরে সাধে
    অনাহারে থাকে মন
    চোখ শুধুই কাদে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।