সেই পৌষে

সেই পৌষে

সেই পৌষে,
খড়ের পালায় আগুন জ্বলছিল
পিঠা পোড়ানোর আগুন, কুয়াশার শীতে
ওম নেয়া দু’হাতের তালু পিষে।
তাবর ভোর জুড়ে,
সে কি উল্লাস! কিশোর, বুড়ো, ছোটদের
চালের আটায় ঝাল মরিচ মিশিয়ে
এক ধরনের ঝালের পিঠা।
কুয়াশায় ঢাকা চারিদিক
সূর্য ওঠার ঢেড় বাঁকি, পোলই, চাকের, জালে
বিলে দল বেঁধে মাছ ধরার
আয়োজনে সবাই শরিক।

আজকের পৌষে,
লেপ মুড়িতে ঘুম ভাঙ্গে সকাল আটার পরে
পরিপাটি জীবন, চা, রুটি বাবু আনা
অফিসের পথে চির চেনা বিড়ম্বনা।

১৪২৩/০৬, পৌষ/ শীতকাল।

6 thoughts on “সেই পৌষে

  1. আজকের পৌষে,
    লেপ মুড়িতে ঘুম ভাঙ্গে সকাল আটার পরে
    পরিপাটি জীবন, চা, রুটি বাবু আনা
    অফিসের পথে চির চেনা বিড়ম্বনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  2. সেই পৌষে এবং আজকের পৌষের মধ্যে কত ব্যাবধান!
    শুভেচ্ছা রইল কবি অফুরান…

  3. এই পৌষ আর সেই বিস্তর পার্থক্য বন্ধু। জীবনটাই বদলে গেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. কিছু কিছু দিন হারায় আজানায়
    তবু তার রেশ থেকে যায় কুয়াশার চাদরে
    অনেক ভালো লাগলো।

  5. আজকের পৌষে,
    লেপ মুড়িতে ঘুম ভাঙ্গে সকাল আটার পরে
    পরিপাটি জীবন, চা, রুটি বাবু আনা
    অফিসের পথে চির চেনা বিড়ম্বনা।
    …… আহারে!!!!

মন্তব্য প্রধান বন্ধ আছে।