পলোনিয়ামের রসায়ন

নিঃশ্বাসের আলো ফেলতেই তুমি চমকে উঠলে
আর আমি জ্বলজ্বলে নীল চোখজোড়া দেখলাম
স্যাঁতস্যাঁতে রাতের আংটায় ঝুলছে একবিন্দু ঘাম
বিচ্ছেদ এর বিপরীত শব্দ জানা আছে আমাদের
আমরা তো কেউ নই নিয়মের আজ্ঞাবহ দাস।

মাটির তলপেট থেকে উঠে দুঃখবাদের ঝড়
কিছু প্রিয় আততায়ীদের নাম মনে পড়ে যায়
ভাড়া করা রাতটা হয়ে যায় কলমের মতো সরু
আমরা কেউই জানি না পলোনিয়ামের রসায়ন
তবু আড়াআড়ি সাজানো থাকে পাটকাঠি সুখ।

6 thoughts on “পলোনিয়ামের রসায়ন

  1. আমরা কেউই জানি না পলোনিয়ামের রসায়ন
    তবু আড়াআড়ি সাজানো থাকে পাটকাঠি সুখ।
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।