বাদামী বেবুন

ভাঁজ করা রাতে, হেঁটে যাই পথে
পকেটে বাজে মুদ্রার ধুন
চুপি চুপি এসে মানুষের বেশে
বন্ধু হয় শত বাদামী বেবুন।

পাশাপাশি হাঁটে স্বর্গের ঘাটে
সুর তুলে আনকোরা,
দিন কিছু গড়ালে, শেষ মুদ্রা ফুরালে
ভালবেসে গুঁজে দেয় বিষের ছোরা।

12 thoughts on “বাদামী বেবুন

  1. সুসময়ের বন্ধু তো মাছির মতন । এরা আসবেই ।
    ভালো লাগলো কবিতা ।
    শুভকামনা জানবেন ।

    1. এ রীতিও খুব পুরোনো। সবকিছু পরিবর্তন হয় তবে এটির ক্ষেত্রে পরিবর্তন দেখি না।
      ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেয়। সদা সুন্দর থাকুন।

  2. আপনি এমন চমৎকার লিখেন তাতো জানাই ছিল না।
    যতটুকু জানি রাজনীতি নিয়ে থাকেন।
    শব্দনীড়কে ধন্যবাদ দিতেই হয় যে মনের ভাল লাগাগুলো এখানে শেয়ার করা যায়। কি বলেন?

    1. ব্লগে আরো একজন আমিন মোহাম্মদ নামে আছেন। আমি স্বনামে ফিরে দেখি একটু তালগোল পাকিয়ে ফেললাম। ফিরে গেলাম সেই পুরোনো নিকেই।

      শব্দনীড় এমন একটি প্লাটফর্ম যাকে ধন্যবাদ / কৃতজ্ঞতা যাই দেই না কেন খুব নগন্য হয়ে যায়। অন্তত এটা শব্দনীড় গর্ব করে বলতে ,আজ অনেক প্রতিষ্ঠিত লেখকের হাতেখড়ি এই শব্দনীড়েই হয়েছিল। আজ তারা স্ব স্ব স্থানে উজ্জ্বল। নবীন লেখক সৃষ্টিতে শব্দনীড়ের ভূমিকা অতুলনীয়। তা অবশ্য আমার চেয়ে শতগুণ বেশি ভালো আপনিই বলতে পারবেন।

      ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. প্রিয় বন্ধু কবি ফকির আবদুল মালেক এর কথার সূত্র ধরে বলছি …
    মি. আমিন মোহাম্মদ শুরু থেকেই ভালো লিখেন। আমি তাঁর লিখার ভক্ত একজন।

    কবিতায় শুভেচ্ছা রাখছি কবি। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

    1. প্রহেলিকা নিকেই থাকি, ব্লগে আমিন মোহাম্মদ নামে আরো একজন থাকাতে তালগোল পাকিয়ে যাচ্ছে।
      এই শেষে এসে আপনার কাছ থেকে লজ্জা পাওয়া আশা করি না। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ খুব কম হয়ে যায়।

      সুন্দর থাকবেন শ্রদ্ধেয়।

  4. ভাঁজ করা রাতে, হেঁটে যাই পথে
    পকেটে বাজে মুদ্রার ধুন
    চুপি চুপি এসে মানুষের বেশে
    বন্ধু হয় শত বাদামী বেবুন।
    – ভাজ করা রাত, মুদ্রার ধুন, বন্ধু হিসেবে বাদামী বেবুন- শব্দের উপমা এবং এর পারষ্পরিক ব্যঞ্জনা অসাধারণ!

    শুভেচ্ছা প্রিয় শব্দ কারিগর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  5. “পাশাপাশি হাঁটে স্বর্গের ঘাটে
    সুর তুলে আনকোরা,
    দিন কিছু গড়ালে, শেষ মুদ্রা ফুরালে
    ভালবেসে গুঁজে দেয় বিষের ছোরা।”
    শুভেচ্ছা নিন কবি,
    অনেক সুন্দর লিখনি।

  6. চুপি চুপি এসে মানুষের বেশে
    বন্ধু হয় শত বাদামী বেবুন।
    দারুন অনুভুতি প্রিয় আমিন মোহাম্মদ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।