আশ্রয়হীনে মেলে দাও নির্জন অন্ধকারের আলোকিত শিখা …
পাশে নাও; আধো করোটিতে জ্বালো ভরসার বুনো গন্ধের বিভা।
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
আশ্রয়হীনে মেলে দাও নির্জন অন্ধকারের আলোকিত শিখা …
পাশে নাও; আধো করোটিতে জ্বালো ভরসার বুনো গন্ধের বিভা।
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
সালাম নিন স্যার। অনেক সুন্দর লিখন।
সালাম এর প্রত্যুত্তর জানবেন কবি। ধন্যবাদ।
সালাম জানবেন মুরব্বী। দারুন পোষ্ট।
শুভ কামনা।
কুশল জানবেন প্রিয় কবি ফকির আবদুল মালেক। ধন্যবাদ।
কত যে কথা ছিল, কত যে গান!
কোথায় হারিয়ে গেল যত অভিমান!
পাশে নাও বন্ধু; আধো করোটিতে জ্বালো ভরসার বুনো গন্ধের বিভা।
মায়াময় আহবান! ফেরানো দায়!
শুভ সন্ধ্যা। আমার চর্চা অব্যাহত রয়েছে।
শুভ সন্ধ্যা প্রিয় মানুষ প্রিয় কবি মি. আমিন মোহাম্মদ।
শ্রদ্ধা জানবেন শ্রদ্ধেয় ………!
শুভেচ্ছা এবং শ্রদ্ধা আপনার জন্যও মি. সালজার রহমান সাবু। ধন্যবাদ।
চমতকার বলেছেন ভাইয়া।
এই আবেদন সবার হৃদয়ে বসুক।
জি, চর্চা অব্যহত রয়েছে
খুশি হলাম মি. মামুন। ধন্যবাদ।
দরদময় এমন আহবানে সাড়া দেয়াই প্রকৃত মানবতা!
আমরা যেন মানবিক হই_এই মিনতী!!
আমরা সবাই পরস্পর পরস্পরের প্রতি যেন মানবিক হই। ধন্যবাদ কাহাফ।