অন্ত দূর

নীড়ি ছিরা দুরত্বের আড়ি কেনসে ঘুর
প্রেমো বাঁধা ভাবের বাড়ি অন্ত দূর !
শ্যামল গাঁয়ে উঠান জুড়ে ঘুরেফিরে
গাঁয়বে না কণ্ঠধ্বণির চিনা সুর ।।

মাঠের বুকে ধূলির মনে লেগেছে মায়ার কি
ছোঁয়া- স্মৃতির ঘাটে চক্ষুজুড়ায়
কখন পরবে শিশির ভিজা পদঙ্কের পরশ ছায়া !
তখন আধারে একা রইয়ে স্পর্শ নিয়া
অন্তগহীন প্রেমেরী শত কায়া ।।

স্বাদের ভাব ফুরাবে দুরত্ব জুড়াবে
-গঙ্গাচোখের অফসোস জলে
অন্তজামি হয়ে যাবে অনাদায়ী
ঘাসফড়িং র জুড়াজুড় ।।

২১/০১/১৭
=======
25_247263

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “অন্ত দূর

  1. কবিতার চাইতে গীতিকাব্য হিসেবে পড়ে দেখলাম ভালোই মানায়।
    শুভেচ্ছা জানবেন কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মাঠের বুকে ধূলির মনে লেগেছে মায়ার কি
    ছোঁয়া- স্মৃতির ঘাটে চক্ষুজুড়ায়
    কখন পরবে শিশির ভিজা পদঙ্কের পরশ ছায়া !
    তখন আধারে একা রইয়ে স্পর্শ নিয়া
    অন্তগহীন প্রেমেরী শত কায়া ।।

    1. জ্বি মামুন দাদা অশেষ ধন্যবাদ
      সবসময় ভাল থাকুন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।