বারটি বছর পরে

Lady in Window

আমি তো তেমনই আছি যেমন দেখেছিলে বারটি বছর আগে,
এখনও তোমার আশায় পথ চেয়ে বসে থাকি শিউলি তলে।
কোথা থেকে কি ঝড় বয়ে গেল, হয়ে গেল সব এলো মেলো,
কত যতনে গাঁথা কুড়ান ফুলের মালা খানি শুকিয়ে গেল।

যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে,
আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।
জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
গানে গানে বলব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে।

এখনও শিউড়ে উঠি ক্ষণে ক্ষণে ঝোপের পাশে পেঁচার ডাকে,
ভাবি একা আনমনে, এই বুঝি তুমি এলে আজ আমারই দ্বারে।
জানো না তো হায় তুমি রয়েছ তেমনি হৃদয়ের গহীনে
সাঁঝের আলো হয়ে, বল না তুমি এত দিন কোথায় ছিলে?

10 thoughts on “বারটি বছর পরে

  1. নিপাট পরিপাটি লিখা প্রিয় বন্ধু। ভক্ত বলেই কিনা জানিনা …
    আপনার লিখা অনেক অনেক ভালো লাগে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. এই মহাবিশ্বের কোথাও স্থবিরতা নেই। কেবল গতি আর পরিবর্তন সারা জাহান জুড়ে। এই মুহুর্তে যা আছে যে অবস্থানে পরমুহুর্তেই থাকে না কো আর সে অবস্থানে। অথচ আপনি বারোটি বছর পর এসে লক্ষ্য করলেন…

    আমি তো তেমনই আছি যেমন দেখেছিলে বারটি বছর আগে, …
    এখনও শিউড়ে উঠি ক্ষণে ক্ষণে ঝোপের পাশে পেঁচার ডাকে,
    ভাবি একা আনমনে, এই বুঝি তুমি এলে আজ আমারই দ্বারে।

    আহারে ভালোবাসা কত অসম্ভবকে করলে সম্ভব। যেখানে কোথাও স্থিরতা নেই, সেখানে আপনার প্রতীক্ষা একই স্থানে স্থির।
    স্যালুট বস।

  3. যে মালা গেঁথেছিলাম শুধু তোমায় পরাব বলে আপন হাতে,
    আকুলিত ছিল এ মন, বাঁধব ঘর তুমি আমি একই সাথে।
    জোনাক জ্বলা কোন রূপালী রাতে হারিয়ে যাব দূর তেপান্তরে
    গানে গানে বলব কথা দোলন চাঁপার গন্ধ ভরা আবেশে। – ভালো লাগা এবং শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।