এসো মোর ভাই-বোন বন্ধু সবাই
আমরা করি পণ,
সবার ভালো চাইবো আমরা
গড়বো সুন্দর জীবন।
একে অপরের মন্দ না খুঁজে
খুঁজবো সুন্দর মন,
এভাবেই সাজাবো সমাজ দেশ
এই বিশ্ব ভুবন।
এই ধারায় চলবেই এ পথ
করি সেই পণ,
একে অপরের পাশে দাঁড়িয়ে
করবো আমরা আপন।
ধনী গরীব ভেদাভেদ ছেড়ে
থাকবো পাশে চিরকাল,
কাউকে ঘৃণা অবহেলা না করে
একসাথে ধরবো হাল।
এসো মোর ভাই-বোন বন্ধু সবাই
আমরা করি পণ,
হাতে-হাত রেখে গঠন করবো
নতুন এক ভুবন।
তবে দেরি নয় হে বন্ধু সকল
চল চল চল,
আমাদের সেবায় জ্বলবে প্রদীপ
এই ধরণীতল।
অনেকদিন পর প্রিয় এই পরিচিতক আঙ্গিনায় আপনার লিখা পড়লাম।
আশা করবো ভালো আছেন। সুস্বাগতম।
প্রাথমে সালাম নিবেন প্রিয় মুরুব্বী ভাই।
আশাকরি আপনিও ভালো আছেন।
অনেকদিন পর আবার এই আঙ্গিনায় এসে খুব আনন্দিত হলাম।
শুভেচ্ছা ও অফুরান ভালোবাসা জানবেন।
বেশ তাই হোক
শুভ কামনা জানাই——–
আপনার জন্যেও অনেক শুভ কামনা রইলো।
ধন্যবাদ।
এমন পণ করতে পারলে আমরা হব মানুষ, পৃথিবী হবে স্বর্গোদ্যান।
শুভেচ্ছা রইলো সতত।
হুম — যথার্থ বলেছেন ভাইজান।
অফুরান ভালোবাসা রইলো।
ধন্যবাদ।
তবে দেরি নয় হে বন্ধু সকল
চল চল চল,
আমাদের সেবায় জ্বলবে প্রদীপ
এই ধরণীতল।
……….
আপনার আহ্বানে একাত্ম হয়ে শুভ কামনা রেখে গেলাম।
শুকরিয়া জনাব।
আপনার জন্যেও শুভ কামনা রইলো।
ধন্যাক