প্রশ্ন

প্রশ্ন
(সুন্দরী সিরিজের কবিতা)

মহুয়া বন মাতাল হাওয়ায় এলোমেলো দুলছে কেন
ঘনকালো মেঘগুলো সব এদিক ওদিক ছুটছে কেন
চিত্ত হরণ রিক্ত কারণ আমার প্রেমে করতে বারণ
অশ্রুতে ছলো ছলো নয়ন দু’টি টলোমলো হইছে কেন

কবুতর দুইটি থেকে থেকে চুমোচুমি করছে কেন
বনহংস বনহংসী পাশাপাশি আনমনে উড়ছে কেন
কি কারণে কার স্মরণে তোমার নিটোল ননীর গাল
অশ্রু অঙ্গারে পুড়ে লাল জ্বলজ্বল বেসামাল হচ্ছে কেন

বৃষ্টির ফোটা আকাশ চুইয়ে কাঁদন হয়ে ঝরছে কেন
ঝর্ণা থেকে জলধারা ধরণীতে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে কেন
আমায় তুমি না করতে শুন্য হাতে ফিরিয়ে দিতে পারলে
যখন, উথাল পাথাল ঝড়ের তোড়ে সবেগে কান্না কেন!

15 thoughts on “প্রশ্ন

  1. এমন কেন প্রশ্নের উত্তর সম্ভবত অনেক কঠিন প্রিয় কবি।
    তবে প্রশ্নমালা থাকায় অনেক দিক থেকে লিখাটি সুন্দর হয়ে উঠেছে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. বেশি কেন ভালা না। তাইতো। মনে থাকবে কম কম কেন করব? কিন্তু কেন?

  2. বৃষ্টির ফোটা আকাশ চুইয়ে কাঁদন হয়ে ঝরছে কেন
    ঝর্ণা থেকে জলধারা ধরণীতে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে কেন
    আমায় তুমি না করতে শুন্য হাতে ফিরিয়ে দিতে পারলে
    যখন, উথাল পাথাল ঝড়ের তোড়ে সবেগে কান্না কেন!- দারুন!!

    1. এই লেখার এই অংশটি আমাকেও আনন্দ দিয়েছে বিশেষ করে শেষ ২ লাইন। ধন্যবাদ আপনাকে। শুভ কামনা সব সময়।

  3. এই সব কেন’র উত্তর বেশ কঠিক প্রিয় কবি।

    শুভেচ্ছা নিবেন। ভাল থাকুন।

    1. প্রিয় যতই কঠিন হোক এসব প্রশ্নের উত্তর সুন্দরীকে দিতেই হবে।
      আপনিও ভালো থাকুন।
      শুভ কামনা।

  4. কেনোর উত্তর দিতে আমার দাঁত ভাঙবে।

    ভালো লাগলো পড়ে।

    1. দাঁতা ভেঙ্গে যায় এমন চেষ্টা না করাই ভাল।
      আপনার অবগতির জন্য বলে রাখা ভালো যে, এই প্রশ্নগুলি আপনার প্রতি নয়। সেটা আমার সুন্দরীর প্রতি। আমাকে সে ফিরিয়ে দিয়েছিল কিন্তু এখন তার অবস্থা দেখেই এই প্রশ্নগুলির উত্থাপন…

      বৃষ্টির ফোটা আকাশ চুইয়ে কাঁদন হয়ে ঝরছে কেন
      ঝর্ণা থেকে জলধারা ধরণীতে ক্ষয়ে ক্ষয়ে পড়ছে কেন
      আমায় তুমি না করতে শুন্য হাতে ফিরিয়ে দিতে পারলে
      যখন, উথাল পাথাল ঝড়ের তোড়ে সবেগে কান্না কেন!

      পোষ্টে মন্তব্য করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
      শুভ কামনা রইল।

  5. সব কেন এর উত্তর সর্বদা পাওয়া মুশকিল। কিন্ত্ মানবের চিরন্তন স্বভাব প্রশ্ন করা….আশা যদি কিছু জানা যায়..

    1. মানবের চিরন্তন স্বভাব প্রশ্ন করা, এই স্বভাব থেকেই প্রশ্ন করলাম সুন্দরীকে…
      আমায় তুমি না করতে শুন্য হাতে ফিরিয়ে দিতে পারলে
      যখন, উথাল পাথাল ঝড়ের তোড়ে সবেগে কান্না কেন!

      ধন্যবাদ।

  6. সময় পেরিয়ে গেলে এমন প্রশ্নের উত্তর সচরাচর পাওয়া যায় না। যেদিকে প্রশ্নগুলো ছুড়া হয় সে পাশটা নীরবে গাঁথে ভুলের কাঁথা।

    সুন্দরী সিরিজ এগিয়ে চলছে দেখে আনন্দিত। শুভেচ্ছা কবিকে।

    1. যেদিকে প্রশ্নগুলো ছুড়া হয় সে পাশটা নীরবে গাঁথে ভুলের কাঁথা।

      ধন্যবাদ জানবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।