হে দয়াময় প্রভু আমার
করিও দয়া,
তোমার গুনাহগার বান্দাদের
করিও মায়া।
তোমার দয়া থেকে মোদের
বঞ্চিত করো না?
তোমার দয়ার দুয়ারে করি
সেই প্রার্থনা।
মোরা শত শত গুনাহগার হয়েছি
গুনায় লিপ্ত,
মোদের অন্তরে দাও জ্বেলে
দাও দীপ্ত।
ভ্রান্ত পথ হতে মোদের
করিও রক্ষা,
সুপথগামী করিও মোদের
দিও শিক্ষা।
যে শিক্ষায় পাবো জান্নাত
সে শিক্ষা দিও?
সহজ সরল সঠিক পন্থায়
পরিচালন করিও?
সহজ পথের প্রার্থনা করি
দাও হে প্রভু বলি?
যে পথে তোমার প্রিয়জন গেছে
সে পথে যেনো চলি।
সহজ পথের প্রার্থনা করি
দাও হে প্রভু বলি?
যে পথে তোমার প্রিয়জন গেছে
সে পথে যেনো চলি।
…………………
এ যেন সুরা ফাতিহা’র ভাবার্থ।
ভালো হয়েছে।
শুভ কামনা সব সময়।
জ্বী —সুরা ফাতিহার ৬ নাম্বার আয়াতে কিছুটা মিল আছে।
শুকরিয়া।
আপনার জন্যও শুভ কামনা রইলো।
আল্লাহ্ সর্ব শক্তিমান। নিশ্চয়ই তিনি আমার পাপ মার্জনা করবেন। আমীন।
লিখাটির জন্য ধন্যবাদ আপনাকে।
সর্ব শক্তিমান ও দয়ালু আল্লাহ্ যেন আপনান সকল পাপ মার্জনা করে দেন।
আমীন ছুম্মা আমীন।
ধন্যবাদ জানবেন।
আমীন। সালাম রইলো ভাই।
ওয়ালাইকুম সালাম।
শুভ কামনা রইলো।
ভ্রান্ত পথ হতে মোদের
করিও রক্ষা,
সুপথগামী করিও মোদের
দিও শিক্ষা।
সুন্দর মন্তব্যে শুকরিয়া।
শুভ কামনা রইলো প্রিয় মানুন ভাই।
আমীন —- আমীন—–।।
ছুম্মা আমীন।