মায়াতে বসত করি
মায়াজল মায়ারোদ
মেখে নিই গায়ে
বর্ণমালা উদ্বেলিত হলে
সুখস্মৃতি মাথায় জড়াই,
প্রার্থনায় কর্ষিত হয়
দিনের প্রান্তে রাখা
অলস অবকাশ
পাপড়ির কিনারায় লাগে
বিগত ফুলের সঞ্চিত
প্রাচীন সুগন্ধ।
3 thoughts on “নিজকিয়া ৫৬”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দিনের প্রান্তে রাখা অলস অবকাশে
পাপড়ির কিনারায় লাগে
বিগত ফুলের সঞ্চিত
প্রাচীন সুগন্ধ।
অল্পকথায় বেশ চমৎকার কবি দা
অতুলন ভাবে সাজানো লেখা ।