ধাক্কা খেতে খেতে সারা গায়ে জন্ম নিয়েছে কচ্ছপত্বক
বক নিবেশে একপায়ে ধ্যানস্থ হই মাকড় সাধনে
ধোকড় মাথার অন্দরমহলে কেবলই জট পাকায় বহিঃসেনা
চেনা আকাশের রঙ বহুকাল নীল থেকে ফেড সাদা
হাঁদা পেটের মধ্যে সাতমাস উপবাসের খিদে গুড়গুড় করে
মরে রাস্তায় পড়ে থাকে উদ্ভিন্নযৌবনা সতীচ্ছদ স্ক্রীন
দিন এভাবেই গড়ায় ঈশ্বরবাবুদের মেজেনিন ফ্লোরে
ভোরে তাঁর অন্তিম সৎকার হয়ে গেল আজ।
3 thoughts on “নিজকিয়া ৫৪”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
নিজকিয়া ৫৪ পড়লাম প্রিয় কবি সৌমিত্র।
মাঝখান থেকে হুটহাট এই সিরিজের লিখা পড়েছি আপনার; কিন্তু শুরু পড়া হয়নি।
অসাধারণ শব্দব্যবহার অনেক অনুপ্রেরনা পেলাম দাদা
চেনা আকাশের রঙ বহুকাল নীল থেকে ফেড সাদা –

