শুধু নেই

1420207416

সবকিছুই আগের মতোই আছে
সেই হাল সেই পাল-শুধু আামি নেই সেই খানে-
এখনো শনি- মঙ্গল বারে হাট বসে;
যমুনার পানি ফোলে উঠে-ধু ধু চর জাগে-
সারিবাঁধা বাঁধের ধূলিমাখা পূর্বাকাশে উড়ে;

শুধু আামি নেই সেই খানে-

এখনো সূর্যহাসে পূর্ণিমার তারাগুলো ঝরে
চঞ্চল মাঠের ফড়িংগুলো খেলা করে
কত নতুন নতুন ফুল ফলের সুগন্ধ ছড়ে-
উজ্জ্বল সবুজ পাতা পাপড়ি ঝরে পরে
কত না কথার বর্ণগুলো হাহাকার সয়ে!

শুধু আামি নেই সেই খানে-

সবকিছু নিত্যদিনের সিনেমা হলের দৃশ্যপট জেগে উঠে
-নিশিপুহানোর স্মৃতির ঘাটে -আকাশ, বাতাস,
নদনদী, খালবিল মাটি জলের মতো;
সব ঠিকঠাক আছে -শুধু নেই সেই খানে।
০১/০১/১৭
=======

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “শুধু নেই

  1. শুভেচ্ছা নিন কবি। স্মৃতির জানালায় শুনি বেদনার হারমোনিকা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।