সবকিছুই আগের মতোই আছে
সেই হাল সেই পাল-শুধু আামি নেই সেই খানে-
এখনো শনি- মঙ্গল বারে হাট বসে;
যমুনার পানি ফোলে উঠে-ধু ধু চর জাগে-
সারিবাঁধা বাঁধের ধূলিমাখা পূর্বাকাশে উড়ে;
শুধু আামি নেই সেই খানে-
এখনো সূর্যহাসে পূর্ণিমার তারাগুলো ঝরে
চঞ্চল মাঠের ফড়িংগুলো খেলা করে
কত নতুন নতুন ফুল ফলের সুগন্ধ ছড়ে-
উজ্জ্বল সবুজ পাতা পাপড়ি ঝরে পরে
কত না কথার বর্ণগুলো হাহাকার সয়ে!
শুধু আামি নেই সেই খানে-
সবকিছু নিত্যদিনের সিনেমা হলের দৃশ্যপট জেগে উঠে
-নিশিপুহানোর স্মৃতির ঘাটে -আকাশ, বাতাস,
নদনদী, খালবিল মাটি জলের মতো;
সব ঠিকঠাক আছে -শুধু নেই সেই খানে।
০১/০১/১৭
=======
বিশদ উঠে আসায় লিখা সুন্দর হয়েছে প্রিয় কবি মি. সরকার।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা
শুভেচ্ছা নিন কবি। স্মৃতির জানালায় শুনি বেদনার হারমোনিকা।
জ্বি দাদা
অনেক ধন্যবাদ ভাল থাকুন———
দারুণ লিখেছেন ভাই।
প্রকৃতির শুদ্ধতায় শোভিত হোক সবার হৃদয়। ধন্যবাদ দাদা…শুভেচ্ছা রইল
অনেক ধন্যবাদ ভাল থাকুন———
অনেক ধন্যবাদ ভাল থাকুন———
বিষাদময় লেখাটি ভাল লেগেছে।
শুভ কামনা রইল।