ব্লগবুক অণুলিখন ৮

তবুও তুমি. তবুও সেই তুমি আমি; জীবন সেই এক জীবনই. একই চাঁদ একই নদী …
ভালোবাসার একই রঙ. একই কাছে আসা. একই বয়ে যাওয়া … এক দুই তিন নিরবধি।

.
.

শব্দশিল্পী প্রিয় সুনয়ন অনুভব থেকে অনুপ্রাণিত।
________________________
___ রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন।

মুরুব্বী সম্পর্কে

আমি আজাদ কাশ্মীর জামান। আছি মুরুব্বী নামের অন্তরালে। কবিতা পড়ি, কবিতা লিখার চেষ্টা করি। ভেতরে আছে বাউল মন। খুঁজে ফিরি তাকে। জানা হয়নি এখনো। ঘুরতে ঘুরতে আজ পৃথিবীর স্বর্গে। এখানেই পরিচয় হয়েছিলো, কবিতা পাগল এক মানুষের সংগে। নাম জিয়া রায়হান। যার কিছু শব্দকথা, এ্যাতোদিন ভরেছে আমার পাতা। উথাল পাথাল হাওয়া, হৃদয়ে জাগালো দোলা পেলাম কিছু সমমনা মানুষের দ্যাখা। দিনভর আর রাতভর শুধু কবিতায় গেলো বেলা। সব ছেড়েছি- সব পেয়েছি- ভুলতে পারিনি শুধু কবিতার অশ্রুসজল চোখ। ভালো লাগা থেকেই দু’ একটা শব্দ সাজাবার চেষ্টা করি। মাতাল বৃষ্টিতে ভিজে ভিজে মাটির কলসে, তবলার ধ্বণী তুলে গাইতে পারি বেসুরো গান- সুর নামের অন্তরালে। ভালোলাগে পোষা কবুতরের পালক ললাটে ছোঁয়াতে। ফুল থেকে রং নিয়ে, খেলি হোলিখেলা, হৃদয়ের উঠোনে। আজ তারি ধমকে এলাম স্বরূপে- স্বকথায় ভরাবো পাতা।   hits counter

17 thoughts on “ব্লগবুক অণুলিখন ৮

    1. মি. মেঘবালক !! আপনি কেমন আছেন ? আমি ভালো আছি। ধন্যবাদ।
      এই প্লাটফর্মটি না থাকলে এই আঙ্গিনায় পরিচিত অনেকের দেখা পেতাম না।

      শব্দনীড় এর প্রকৃত বন্ধু হিসেবে আপনাকে জানি। নিয়মিত হোন। ভালো লাগবে।

    2. ইনশাআল্লাহ। নিয়মিত হওয়ার চেষ্টা করবো। শব্দনীড় আবার ফিরে আসায় সত্যিই আপ্লুত আমি।

  1. ভালোবাসার একই রঙ. একই কাছে আসা. একই বয়ে যাওয়া … এক দুই তিন নিরবধি।

    সুন্দর বলেছেন
    প্রিয় মুরুব্বী ভাইজান ।
    শুভেচ্ছা জানবেন।

  2. ভালোবাসার একই রঙ. একই কাছে আসা. একই বয়ে যাওয়া … এক দুই তিন নিরবধি।
    – অসাধারণ!! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. না এলে সে হয়ে গেলো ভালোবাসা বধির
    যে আমি না দেখে তারে হইতাম অধীর –
    আজো শুধু চেয়ে আছি তার পথ
    উপেক্ষাই হোক না সব মতামত

    1. আমার ব্লগবুক অণুলিখনে আপনার মন্তব্য সব সময়েই সেরা।
      প্রিয় আপা সালাম জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  4. ভালোবাসার একই রঙ. একই কাছে আসা. একই বয়ে যাওয়া … এক দুই তিন নিরবধি।
    তাই, সব ভালবাসার একই রঙ, একই ভাষা, একই গন্তব্য!

    1. সঠিক বলেছেন প্রিয় বন্ধু মোঃ খালিদ উমর। শুভেচ্ছা জানবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  5. সালাম এবং সম্মান জানবেন শ্রদ্ধেয় মুরুব্বী।
    ভালবাসা সে তো ভালবাসার-ই প্রতিচ্ছবি!

    1. ‘ভালবাসা সে তো ভালবাসার-ই প্রতিচ্ছবি।’
      ___ মূল্যবান একটি কথা বলেছেন মি. রশিদ। খুশি হলাম। থ্যাংকস। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  6. ক্ষুদ্র ক্ষুদ্র অণুলিখনে সমৃদ্ধ হচ্ছে শব্দনীড় তা নির্দ্বিধায় বলা যায়। শুভ সন্ধ্যা শ্রদ্ধেয়।

    1. সমৃদ্ধ নয় স্যার প্রহেলিকা। বলুন আপনাদের মতো লিখিয়ের পাশে হাঁটছি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।