ট্যাগ আর্কাইভঃ মুরুব্বী’র অণুলিখন

ব্লগবুক অণুলিখন ৭৬

স্বপ্ন লালন করি আবার আসবো ভেবে ধরে রাখি মস্তিস্কের একতারা …
আকাশ আঁধারের স্বপ্ন খেলায় আধোছায়া আলোর দুয়ারী; তুচ্ছ সব বেলা।


আপনার পোস্টের ডান কলামে ফেসবুক লোগোতে ক্লিক করুন। ছড়িয়ে যাক বন্ধু আত্মীয়ের মাঝে আপনার সকল সৃষ্টি বা ভালোলাগা লিখা সমূহ। শব্দনীড় আপনার।

ব্লগবুক অণুলিখন ৭৫

জীবনে সব বদলায়। এভাবেই বদলে যেতে যেতে সময়ও বদলে যায় …
আমাদের বদলে যাওয়া সময়ে আমরাই থাকি আমাদেরই সময়ের সাক্ষী।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।


আপনার পোস্টের ডান কলামে ফেসবুক লোগোতে ক্লিক করুন। ছড়িয়ে যাক বন্ধু আত্মীয়ের মাঝে আপনার সকল সৃষ্টি বা ভালোলাগা লিখা সমূহ। শব্দনীড় আপনার।

ব্লগবুক অণুলিখন ৭৪

সমস্বরের সংলাপ থেমে গেলে; পরাজিতের থাকে স্মৃতিচারণ
অথবা উপদ্রবহীন সুখশয্যা।

অপেক্ষমান এ পারওপার। প্রগাঢ় কণ্ঠস্বরের শ্রুতিমধুর সরল প্রহসন;
সত্যের অতি সত্য।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৭৩

জ্যোৎস্নার কাছে রাত্রি সমর্পিতা; মহার্ণব যেন সব অলৌকিক কারু আল্পনা …
এ যেন তবু কল্পনা নয়; নয় শিল্পের আশ্রিতা; অজর সঘনে শুনি শর্তহীন মূর্চ্ছনা।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৭২

‘বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে. আভরণে আজি আবরণ কেন তবে …
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে.
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।’

বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে,
আভরণে আজি আবরণ কেন তবে।।
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।
ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে,
আভরণ দিয়া আবরণ কেন তবে।।
ভাবের রসেতে যাহার নয়ন ডোবা
ভূষণে তাহারে দেখাও কিসের শোভা।
কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে—
বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে,
নিজের ধনে কি নিজে চুরি করে লবে।
আভরণে আজি আবরণ কেন তবে।।

প্রেম। গীতি কাব্যের স্রষ্টা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।
________________________________________

দোঁহা অর্থ, দোঁহা সংজ্ঞা : অপভ্রংশে ও মধ্যযুগের হিন্দিতে প্রচলিত ছন্দোবিশেষ অথবা উক্ত ছন্দের দুই চরণবিশিষ্ট পদ (কবিরের দোঁহা)। [হি. দোহা < সং. দ্বি]। দোঁহা2 [ dōm̐hā2 ] সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়। [সং. দ্বি]। দোঁহার, দোঁহাকার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)। দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে ('দোঁহারে দেখিছে দোঁহে')। ___ বিষয়গুলোন যথেষ্ঠ কঠিন;
তাই অভিধান থেকে নেয়া।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৭১

সম্পর্কীয় বিশেষণে তেমন যুতসই বন্ধন থাকে না আজ।
অভিজাত শব্দে রসনা বিলাস।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৭০

ঋতু বিনিদ্র প্রহর যেন দূর্বাঘাসে ছড়ানো এই মলিন ধুলো-চাদর …
এসো জলকণায় অন্তর-শ্বাসে; পুরোনো সেই নিঃসঙ্গ আদর। তুমি বৃষ্টি।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬৯

শ্রম শ্রমিক আর শ্রমবাজারের সম্পূরকে পুরো তিন অধ্যায় …
কেউ অথবা কোনটাই কম মূল্যবান নয়। সচল জীবন পরজীবি।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬৮

চিরকালের এই অবিশ্রান্ত প্রবাহের অনুষঙ্গে আমাদের অনেকেই।
লড়াই চলে; চলে লড়াই।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬৭

যে যেভাবেই ডাকুক; যে শব্দ নামেই স্মরণ করুক …
নিরঙ্কুশ আলো-আঁধারে দৃঢ় বিশ্বাসের নাম সৃষ্টিকর্তা।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬৬

.

مَرَجَ الْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।

بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।

فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

(৫৫ : ১৯, ২০, ২১)
Sura Al Rahman

That’s located in Egypt, it’s called Mediterranean Sea.
Almighty is great that’s the real evidence. Ameen.

youtu.be/ihXUnIF2by8

youtu.be/ggj9nfmzfjQ

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬৫

‘জীবে জীবে চাহিয়া দেখি সবই যে তার অবতার …
ও তুই নূতন লীলা কি দেখাবি যার নিত্যলীলা চমৎকার।’

‘নদনদী হাতড়ে বেড়াও অবোধ আমার মন
তোমার ঘরের মাঝে বিরাজ করে বিশ্বরূপী সনাতন।’
কিংবা ‘জীবে জীবে চাহিয়া দেখি সবই যে তার অবতার
ও তুই নূতন লীলা কি দেখাবি যার নিত্যলীলা চমৎকার।’

___ অনাধ্যাত্মিক জীবনবোধে নিজেকে খোঁজা। বাউল চরণ।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬৪

.

বৃষ্টি-বিধু্রা অমল মধুরায় খুলে নিতে পারো;
বৃষ্টি ছোঁয়া ডাগর পাঁপড়ি মায়া। ধরিত্রী দিবস।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬৩

.

‘সখী, হেথা সমীরণ লুটে ফুলবন, সেথা কি পবন বহে না …
সে যে তার কথা মোরে কহে অনুখন, মোর কথা তারে কহে না!’

সখী, হেথা সমীরণ লুটে ফুলবন, সেথা কি পবন বহে না …
সে যে তার কথা মোরে কহে অনুখন, মোর কথা তারে কহে না!
ওগো মিছে মিছে, সখী, মিছে এই প্রেম, মিছে পরানের বাসনা।
ওগো সুখদিন হায় যবে চলে যায় আর ফিরে আর আসে না।
(আংশিক)

কবিতা : রবীন্দ্রনাথ ঠাকুর।

___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।

ব্লগবুক অণুলিখন ৬২

‘যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই
পথিক পরান, চল্, চল সে পথে তুই
অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া …
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া।’

পথিক পরান, চল্, চল্ সে পথে তুই
যে পথ দিয়ে গেল রে তোর বিকেলবেলার জুঁই।
সে পথ বেয়ে গেছে যে তোর সন্ধ্যামেঘের সোনা,
প্রাণের ছায়াবীথির তলে গানের আনাগোনা –
রইল না কিছুই।

যে পথে তার পাপড়ি দিয়ে বিছিয়ে গেল ভুঁই
পথিক পরান, চল্, চল সে পথে তুই।
অন্ধকারে সন্ধ্যাযূথীর স্বপনময়ী ছায়া
উঠবে ফুটে তারার মতো কায়াবিহীন মায়া-
ছুঁই তারে না ছুঁই।

প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর।

__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।