
‘বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে. আভরণে আজি আবরণ কেন তবে …
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে.
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।’

বিনা সাজে সাজি দেখা দিয়েছিলে কবে,
আভরণে আজি আবরণ কেন তবে।।
ভালোবাসা যদি মেশে আধা-আধি মোহে
আলোতে আঁধারে দোঁহারে হারাব দোঁহে।
ধেয়ে আসে হিয়া তোমার সহজ রবে,
আভরণ দিয়া আবরণ কেন তবে।।
ভাবের রসেতে যাহার নয়ন ডোবা
ভূষণে তাহারে দেখাও কিসের শোভা।
কাছে এসে তবু কেন রয়ে গেলে দূরে—
বাহির-বাঁধনে বাঁধিবে কি বন্ধুরে,
নিজের ধনে কি নিজে চুরি করে লবে।
আভরণে আজি আবরণ কেন তবে।।

প্রেম। গীতি কাব্যের স্রষ্টা শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর।
________________________________________
দোঁহা অর্থ, দোঁহা সংজ্ঞা : অপভ্রংশে ও মধ্যযুগের হিন্দিতে প্রচলিত ছন্দোবিশেষ অথবা উক্ত ছন্দের দুই চরণবিশিষ্ট পদ (কবিরের দোঁহা)। [হি. দোহা < সং. দ্বি]। দোঁহা2 [ dōm̐hā2 ] সর্ব. (ব্রজ.) দুইজন, উভয়। [সং. দ্বি]। দোঁহার, দোঁহাকার, সর্ব. বিণ. (ব্রজ ও কাব্যে) দুজনের, উভয়ের (দোঁহাকার মন)। দোঁহে সর্ব. (ব্রজ. ও কাব্যে) উভয়ে ('দোঁহারে দেখিছে দোঁহে')। ___ বিষয়গুলোন যথেষ্ঠ কঠিন;
তাই অভিধান থেকে নেয়া।
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।