রাতের সলতে উস্কে দিয়ে উন্মাদিত হই
নিবিড় চুমুকে পান করতে থাকি গহীন বিষাদ
নারীর অবনত মুখ অনুবাদ করতে গিয়ে
আবিষ্কার করি নীরবতাময় এক অস্থির নদী
মুখ যেন এক নিষিদ্ধ কাঁচ
প্রেক্ষাপট বদলে গেলে মিথ্যে হয়ে যায় সব
এসো, গড়ে তুলি শূন্যতার ভাস্কর্য
দীর্ঘ করতল জুড়ে জ্বলে উঠুক অনির্বাণ
যখন কিছু তামাটে চোখ থামিয়ে দিয়েছে নক্ষত্রের সংলাপ।
ভালো লাগলো
মন্তব্যের জন্য ধন্যবাদ
দারুণ
ধন্যবাদ দাদা
পাঁচ তারকা উপহার প্রিয় কবি। শুভ সন্ধ্যা। আলোকিত থাক রাতের সলতে।
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়
শুভরাত্রি মোকসেদুল ভাই, সুন্দর প্রকাশ।
ধন্যবাদ ভাই
মুখ যেন এক নিষিদ্ধ কাঁচ
প্রেক্ষাপট বদলে গেলে মিথ্যে হয়ে যায় সব
এসো, গড়ে তুলি শূন্যতার ভাস্কর্য
দীর্ঘ করতল জুড়ে জ্বলে উঠুক অনির্বাণ
যখন কিছু তামাটে চোখ থামিয়ে দিয়েছে নক্ষত্রের সংলাপ।
আন্তরিক ধন্যবাদ ভাই