রাতের সলতে

রাতের সলতে উস্কে দিয়ে উন্মাদিত হই
নিবিড় চুমুকে পান করতে থাকি গহীন বিষাদ
নারীর অবনত মুখ অনুবাদ করতে গিয়ে
আবিষ্কার করি নীরবতাময় এক অস্থির নদী

মুখ যেন এক নিষিদ্ধ কাঁচ
প্রেক্ষাপট বদলে গেলে মিথ্যে হয়ে যায় সব
এসো, গড়ে তুলি শূন্যতার ভাস্কর্য
দীর্ঘ করতল জুড়ে জ্বলে উঠুক অনির্বাণ
যখন কিছু তামাটে চোখ থামিয়ে দিয়েছে নক্ষত্রের সংলাপ।

10 thoughts on “রাতের সলতে

  1. পাঁচ তারকা উপহার প্রিয় কবি। শুভ সন্ধ্যা। আলোকিত থাক রাতের সলতে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মুখ যেন এক নিষিদ্ধ কাঁচ
    প্রেক্ষাপট বদলে গেলে মিথ্যে হয়ে যায় সব
    এসো, গড়ে তুলি শূন্যতার ভাস্কর্য
    দীর্ঘ করতল জুড়ে জ্বলে উঠুক অনির্বাণ
    যখন কিছু তামাটে চোখ থামিয়ে দিয়েছে নক্ষত্রের সংলাপ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।