পূর্ণদৈর্ঘ্য ভুল পথে শুদ্ধ পরিত্রাণ

পূর্ণদৈর্ঘ্য ভুল পথে শুদ্ধ পরিত্রাণ। যারা চায় বারবার রোদনের সহজ আদান, একদিন তারাই লিখবে নিজহাতে আবর্তনের সামগ্রিক রূপরেখা। এবং পাঁজরের পিঞ্জর প্রধান সময়কে ঢেকে দেবে প্রবাহের প্রস্তুতিপর্বে। তারপর খামার থেকে কীটগুলো সরাতে সরাতে চালাবে লাঙল। ব্রাত্য ফসল তুলে পৃথিবীর পরিচর্যা সারবে এই সিলিকন প্রজন্ম। শূন্যের বামে এক বসিয়ে দিলে জন্ম নেয় যে প্রিয় দশাংক, কিংবা অর্ধবৃত্ত সূর্য নেমে এলে মৃত্তিকা যেমন সাজে আলোর আবছায়ায়। মাটির মাতৃমন খুঁজে উত্‍স উত্‍পাদক, তেমনি শূন্যতা ও স্বাভাবিক গতিপথ পেয়ে যাবে। বীজ পরম্পরায়৷ অনল চক্রচিহ্ন যে অর্ধেক রেখা রেখে যায়।

5 thoughts on “পূর্ণদৈর্ঘ্য ভুল পথে শুদ্ধ পরিত্রাণ

  1. সুন্দর মননশীল একটি গদ্য কবিতা। ভালো লাগা প্রিয় ইলিয়াস ভাই।

  2. মাটির মাতৃমন খুঁজে উত্‍স উত্‍পাদক, তেমনি শূন্যতা ও স্বাভাবিক গতিপথ পেয়ে যাবে। বীজ পরম্পরায়৷ অনল চক্রচিহ্ন যে অর্ধেক রেখা রেখে যায়।- সুন্দর উপস্থাপন। চিন্তার খোরাক জোগায়।

মন্তব্য প্রধান বন্ধ আছে।