চেতনার পুনঃবিন্যাস

চেতনার পুনঃবিন্যাস

মাঝে মাঝে,
মোহমন্ত্রে আবিষ্ট
মোহগ্রস্থ; সময় ক্ষণ মিলে না
এমনি এমনি কি সব ঘটে?
ঘটে যাওয়ার পর
চেতনা যানান দেয়;
এ কি সর্বনাশ?
আর যদি আনন্দের কিছু ঘটে
সুখে বুক ভরে,
চেতনা ফিরে না পিছে
এমনি হওয়ার ছিল বলে;
তৃপ্তি খুঁজে ফিরে।

রৈখিক রেখা,
টানতে টানতে সাদা পাতার
কোণ ধরে উপরে উঠে যায়!
সিমানা পেরুনোর অপেক্ষায়
রেখার সমাপ্তির টান!
এতটুকু রেখায়,
বিচিত্র সব আঁকিবুঁকি ধরে থাকে
মিল অমিলের, বিচিত্র বর্ধণ!
প্রলেপ ছোঁয়া রং তুলির; মৃত্তিকায়
সবুজ ঘাসে, চেতনার পুনঃবিন্যাস।

১৪২৩/১৩, পৌষ, শীতকাল।

10 thoughts on “চেতনার পুনঃবিন্যাস

  1. সিমানা পেরুনোর অপেক্ষায়
    রেখার সমাপ্তির টান!
    এতটুকু রেখায়,
    বিচিত্র সব আঁকিবুঁকি ধরে থাকে
    মিল অমিলের, বিচিত্র বর্ধণ!

    ভালো লাগলো

  2. অনেক দিন পর আপনার লেখা পড়লাম।
    ভাল থাকবেন কবি।
    আপনার সুস্থতা আর দীর্ঘ লেখক জীবন কামনা করি।

  3. মাঝে মাঝে,
    মোহমন্ত্রে আবিষ্ট
    মোহগ্রস্থ; সময় ক্ষণ মিলে না
    এমনি এমনি কি সব ঘটে?- জানতে হবে।

  4. কবি ভালোবাসা জানবেন। চেতনার পুনঃবিন্যাসে কেটে যাক শীতের ধোঁয়াশা। শুভেচ্ছা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।