বদলাতে হবে

বাস্তবতার সাথে হেস্ত-নেস্ত খেলি,
কখনো কখনো জবরদস্তী করি আলোর
পেছনে ঘুরে ঘুরে!
তবুও যেখানেই যাই সেখানেই আমার রাত,
দু’পা এগুলেই ঘুরেফিরে কেবলি রাত হয়ে যায় আমার!
এ যেন আলোর পায়ে কেউ একজন শেকল দিয়ে বেধে রেখেছে!
জোনাকিরাও এখন রাত্রিবেলা আলো দেয়-না আমার এ বেদনাময় উঠনে!
কি যে এক জীবন……….!!!!!!
কখনো জয়, কখনো পরাজয়!
তবে পরাজয়ের সম্মুখে মুখথুবড়ে পড়ি বারবার!
আর জয়— সে পেছনে পেছনে হাতছানি দিয়ে যায়!
আর বলে— এতো যে আলোর পেছনে ছুটাছুটি করো?
কতোটুক ক্লান্তি সইতে পারবে?
কতোটুকু গ্লানি সইতে পারবে?
কতোটুকু তীক্ষ্ণ উত্তাপ সইতে পারবে? বলো কতোটুকু ?

আমিও বলে দিয়েছি পরাজয় মানবো না কিছুতেই!
আমাকে কিছুটা হলেও বদলাতে হবে,
বদলাতে হবে বেদনাময় রাত!
বদলে গেলেই হয়তো রাত কেটে ভরে উঠবে আমার উঠনে আলো।
জোনাকিরাও হয়তো তখন ফিরে আসবে।

11 thoughts on “বদলাতে হবে

  1. বরাবরই ভালো লিখেন আপনি। আজকের এই লিখাকে অনেক বেশী সুন্দর।
    অভিনন্দন মি. মোঃ সাহারাজ হোসেন। ধন্যবাদ।

  2. আশাবাদী কবি । ভালো লেগেছে । শুভকামনা আপনার জন্য ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।