বিভ্রম

১.
ফাগুন মাইস্যা রইদ্দের মইদ্যে কেমুন কেমুন আউলা ঝাউলা ফূর্তি ফূর্তি একটা ভাব আছে। মনের ভিতরে ডাইকা ওঠে কোকিল আর লিলুয়া হাওয়ায় প্রেমপিরিতির ডাক। কিন্তুক আঠারো বছরের এহছানের বমি আইতাছে। আইজ তিন তালার ছাদ ঢালাই। এহছান মালের টুকরি লইয়া উঠতাছে ঠিকই, ওর পা টলটলাইতাছে।

দুপ্পুরবেলা হারুন কণ্ট্রাক্টর এহছানের পিঠে থাবড়া মাইরা কয়-
: আব্বে হালায়! গাঞ্জা খাইছোস না কেউ তর গোয়া মারছে? এমুন কাপতাছোস কেলা! চোখ লাল কেলা! তর হইছেটা কি?

এহছান জবাব দেয়না। ফ্যালফ্যালায়া চায়া থাকে। হারুন কণ্ট্রাক্টর থাবড়া মারতে গিয়া থাইমা যায়, কপালে হাত রাইখা চিল্লায়া ওঠে- “মামদার পো, জ্বরে তর গা পুইড়া যাইতাছে। হালায় ময়মনসিংগা খাচ্চর, তুই আমার লগে কাম চোদাছ!”

২.
কন্ট্রাক্টর এসিস্টেন্টরে কাম বুঝায়া দেয়। ইঞ্জিনিয়ার ছাদ ঢালাই শেষ হওন পর্যন্ত থাকতে কইছিলো, ও জবাব দিছে ‘আমার লেবার মইরা যায়, ঢালাই শ্যাষ হওনের মায়রে চুদি।” ঢালাই বন্ধ হওনের ডরে ইঞ্জিনিয়ার আর কিছু কওনের সাহস পায় নাই।

অজ্ঞান এহছানরে লয়া কণ্ট্রাক্টর হাসপাতালে ছুটে। এমার্জেন্সিতে কি এক ইঞ্জেকশন আর স্যালাইন দেয়। আধাঘণ্টা পরে এহছান বিড়বিড়ায়া কি জানি কয়। কন্ট্রাক্টর হাফ ছাইড়া বাঁচে। এহছানরে হাসপাতালে ভর্তি করায়া ওর বাপরে খবর দেয়।

৩.
এহছানের জ্বর কমতাছে না। মাঝেমইদ্যে জ্ঞান ফিরতাছে। ঘোর লাগা চোখে এদিক ওদিক চায়া কি জানি কি কয়, কারে যানি খুজে, আবার চোখ বন্ধ কইরা অজ্ঞানের মতন পইড়া থাকে।

এহছান বুঝবার পারে ওর আম্মায় কপালে পানিপট্টি দিতাছে। ঘোরের মদ্যেই দুই তিনবার চোখ খুইল্যা আম্মারে দেখে। এহছানের মনে অয় আম্মার হাতটা শক্ত কইরা ধরলেই জ্বর কইমা যাইবো। ও আম্মার হাতটা শক্ত কইরা ধরে। কিন্তুক আম্মায় হাত ছাড়ানির লেগা পাছড়াপাছড়ি শুরু করে। আম্মায় যত পাছড়াপাছড়ি করে ও ততই পোলাপানগো রকম শক্ত কইরা চাইপ্যা ধরে।

জ্বরের ঘোরে এহছানের মনেই পড়েনা আম্মায় গেছে, আষ্ট বচ্ছর আগে আম্মায় এক্কেবারে মইরা গেছে।

22 thoughts on “বিভ্রম

  1. জ্বরের ঘোরে এহছানের মনেই পড়েনা আম্মায় গেছে, আষ্ট বচ্ছর আগে আম্মায় এক্কেবারে মইরা গেছে।,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,খুব ভাল লাগল ভাইজান,,,,,,কিছু কহনরে নাইঙগা,,,,,,,,,,,,,,,,,,

    1. ধন্যবাদ কবি মান্নান ভাই।

  2. অনেক অনেক দিন পর প্রিয় শব্দনীড় এ প্রিয় মানুষের মুখ। পরিচিত মুখ।
    যার অণুগল্প জীবনের কথা বলে। শুধু বলে না; অনুভূতিটুকু অন্যতে প্রথিত করে।

    স্বাগতম প্রিয় আবু সাঈদ আহমেদ। অভিনন্দন।

    1. শুভেচ্ছা জানবেন মুরুব্বী আজাদ ভাই।

    1. শুভেচ্ছা কবি সাহারাজ হোসেন ভাই।

  3. অনেকদিন পরে দেখা মিলল ভাই। কেমন আছেন|?
    বিভ্রম কত রকমের হয় তার কি কোন হিসাব আছে! নানা পদের বিভ্রম!

    1. নানান পদের বিভ্রম চারিদিকে খালিদ ভাই। ভালো আছি।

  4. একজন লেবার এর যাপিত জীবন চিত্র। ভালো লাগা রইলো। শুভেচ্ছা জানবেন।

    1. শুভেচ্ছা মামুনুর রশিদ ভাই।

  5. শব্দনীড় ভুবনে নতুনভাবে স্বাগতম। আপনার যে কোন ধরনের লেখারই আমি একজন ভক্ত। আপনার আরো সমৃদ্ধ লেখার প্রত্যাশায় থাকি সব সময়। শুভ কমানা সব সময়।

    1. আপনাকেও শুভকানা ফকির আবদুল মালেক ভাই। 

  6. অসাধারণ আবু সাঈদ ভাই। 

    1. ধন্যবাদ কবি সৌমিত্র ভাই।

  7. আবারও মুগ্ধ হলাম হরবোলা আবু সাঈদ ভাই। 

    1. ধন্যবাদ সুমন আহমেদ ভাই।

    1. ধন্যবাদ কবি রিয়া রিয়া।

    1. শুভেচ্ছা কবি শাকিলা তুবা।

মন্তব্য প্রধান বন্ধ আছে।