টুকরো কাব্যঃ

চোখের নিরবতার পথ পেরিয়ে, একদিন
ঢুকে পড়ি তোমার মনের নির্জনতায়
দেখি, কত কত চিহ্ন এঁকেছি তাতে
বসত গড়েছি পরিপূর্ণ পূর্ণতায়।

6 thoughts on “টুকরো কাব্যঃ

  1. লিখায় এক আধটু রোমান্টিসিজম না থাকলে লিখকে ঠিক লিখা মনে হয় না।
    আপনার দুটো লিখাতেই অনবদ্য এবং সরল সম্বোধন লক্ষ্য করেছি।
    অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ইদানিংকালে একটু নিজের ইমেজ থেকে বেরিয়ে আসার চেষ্টা চালাই কখনো কখনো

    2. মন্দ কী !! সকলেরই উচিৎ গতানুগতিক থেকে মাঝে মাঝে বেড়িয়ে আসা।

  2. চোখের নিরবতার পথ পেরিয়ে, একদিন
    ঢুকে পড়ি তোমার মনের নির্জনতায়-বাহ!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।