রাত্রির কাব্যঃ এপ্রিল 3, 2017কবিতাআরিফা তাজরিমিন নিশুতি রাতে কোন বাঁশিতে মন সুর তুলিতে চায়।। নিত্য যে সুর ফেলে বহু দুর কোন সঙ্গোপনে হারায়।।
আপনার লিখা ছোট্ট হলেও আমি বলব হৃদয়ছোঁয়া – মন কাড়া। শুধু কী তাই? না- এ লিখা পড়ে দেখি, এ কী বিষ্ময়! অল্প কথায়, অনেক বলা যায়! শুভেচ্ছা র’লো।
রাত্রির অণুকাব্য পড়লাম। আপনার লিখার হাত ভালো হলেও … বড্ডো অনিয়মিত পড়তে পারি। প্রত্যাশা থাকবে আরও আরও নিয়মিত যেন শব্দনীড় আপনার লিখা পা্য়।
আপনার লিখা ছোট্ট হলেও আমি বলব হৃদয়ছোঁয়া – মন কাড়া। শুধু কী তাই? না-
এ লিখা পড়ে দেখি,
এ কী বিষ্ময়!
অল্প কথায়,
অনেক বলা যায়!
শুভেচ্ছা র’লো।
রাত্রির অণুকাব্য পড়লাম। আপনার লিখার হাত ভালো হলেও … বড্ডো অনিয়মিত পড়তে পারি। প্রত্যাশা থাকবে আরও আরও নিয়মিত যেন শব্দনীড় আপনার লিখা পা্য়।
কে বাজাল বাশরী ওই দূর পাহাড়ের পাশে!
বেশ ভালো রাত্রির কাব্য

শুভেচ্ছা র’লো কবি সতত