পুরনো পথে নতুন করে চলতে গিয়ে আনন্দের সাথে কষ্টও কম নয়।
যদিও নতুন ছন্দ , নতুন আবহ, নতুন নতুন একটা ভাব থাকে তবুও মনের গভীর থেকে বার বার উঁকি দেয়
অসংখ্য স্মৃতি;
উঁকি দেয় শত শত মুখচ্ছবি… হাসি আনন্দ… রাগ অনুরাগ
খুঁচিয়ে যায় অনেক বেদনা, অনেক আরাধনা; ত্যাগ … তিরস্কার
এর পর ও আমাদের চলতে হয়-
আর সে চলার পথ টা যদি কেউ নতুন করে সাজিয়ে দেয়, পথের জঞ্জাল গুলো, কালিমা গুলো মুছে উষ্ণ স্বাগতম জানায়
তখন নিঃসন্দেহে এটি অন্যদের জন্য সৌভাগ্যের বিষয়।
আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রদ্ধেয় মুরুব্বী আজাদ কাশ্মীর জামান ও ফকির আবদুল মালেক ভাই কে – যারা আমাদের প্রিয় শব্দনীড় কে পুনর্জীবিত করে নতুন পথের সূচনা করেছেন।
পুরনো শব্দনীড়ে আমার প্রায় আট শতাধিক পোষ্ট – যা আজ খুব মিস করছি।
আশা করি নতুন পথে আরও ভালো কিছুর সাক্ষাত লাভ করবো।
ভালোবাসা ও শুভেচ্ছা সকল নীড়বাসী কে।
দাউদুল ইসলাম।
৩০/১/১৭
হৃদয় নিঙড়ানো ভালোবাসা ও শুভেচ্ছা আপনাকেও প্রিয় স্যার।
হয়তো নিয়মিত দেখা হতো সামাজিক মাধ্যমে; কথাও হতো টুকটাক
কিন্তু যে আঙ্গিনায় আমরা কথা বলছি ভাব বিনিময় করছি তার তুলনা হয় না।
শব্দনীড় আপনার আমার আমাদের সকলের ভালোবাসার প্রিয় অঙ্গন। সালাম।
ওয়ালিকুম আসসালাম প্রিয় স্যার

শব্দনীড় নিঃসন্দেহে প্রিয় আর এই নীড়ের বাসিন্দারাও
যে কারণে ফিরে আসি
ফিরে চাই বারংবার…… ভালোবাসা ও শুভেচ্ছা
আপনার সার্বিক উপস্থিতি হবে শব্দনীড় এর জন্য বড় পাওয়া।
শব্দনীড়ের বন্ধুরা যেন একটু ভিন্ন প্রজাতির বন্ধুত্ব।
আসুন সবাই মিলেমিশে থাকি শব্দনীড়ের ছায়াতলে।
আসসালামুয়ালিকুম দাদু ভাই
ঠিক বলেছেন শব্দনীড়ের বন্ধুরা ভিন্ন প্রজাতির, যার ফলে অনেক ব্লগে গিয়ে সব কিছু ফেয়েও মন বসাতে পারিনি।
ভালো থাকুন।।
শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় কবি। আপনাকে অনেক মিস করি!
ধন্যবাদ এবং ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছার মোড়কে আপনার জন্যও।

স্বাগতম ডাঃ দাউদকে শব্দনীড়ে আবার নতুন করে অনুপ্রবেশের জন্য । শুভকামনা জেনো হে ।
অভিনন্দন। শুভেচ্ছা জানবেন