কতো চুপ থাকবো আর?
কতো আর চুপ থাকা যায়?
এভাবে চুপ থাকতে থাকতে
বিবেকের কাছে অমানুষ প্রায়।
আমি কি মানুষ?
আমার কি নেই মনুষ্যত্ব?
আমি হয়তো মানুষ নয়!
তবুও দেখতে মানুষের মতো।
মানুষ হয়ে কেন তবে করি ভীতিসঞ্চার?
আমি কি পারবো না হতে সত্যাচার?
আমি কি মানুষ?
আমার কি নেই মনুষ্যত্ব?
তবে আর কতো নীরবে নিবৃতে
অসংখ্য অগণিত ছাপা পড়বে সত্য।
হাজার হাজার দেখি অত্যাচার!
কতো অনিয়ম অন্যায় অবিচার!
এ যেন নিত্যদিনের পুতুপুতু খেলা
শুনী কতবার গুপ্তহত্যা বারবার।
কিছুই বলতে পারিনা
শুধু দেখে শুনে হই বিধ্বস্ত!
আমি কি মানুষ?
আমার কি নেই মনুষ্যত্ব?
আমি হয়তো মানুষ নয়!
তবে কে আছে অমন দরদী?
কে আছে মানবতাবাদী?
কে আছে সঠিক বিবেকবান?
যে বিচার করবে সমান সমান।
কে আছে মানবতার মূল্য দিবে?
কে আছে বিবেকের মূল্য দিবে?
আমি যে প্রত্যেকবার হেরে যাই মিথ্যের কাছে!!!
“কতো চুপ থাকবো আর?
কতো আর চুপ থাকা যায়?
এভাবে চুপ থাকতে থাকতে
বিবেকের কাছে অমানুষ প্রায়।”
ঠিক বলেছেন কবি। শুভেচ্ছা রইলো। শুভ সন্ধ্যা।
ধন্যবাদ প্রিয়
মামুনুর রশিদ ভাই।
শুভেচ্ছা রইলো।
শুভেচ্ছা রইলো কবি মোঃ সাহারাজ হোসেন।
শুভেচ্ছা নিলাম
ধন্যবাদ ভাই
বলতে গেলে তো কোপ খাইবেন ।

তবে সাহসিকতার জন্য অগ্রিম শুভেচ্ছা
আমি কি মানুষ?
শুভেচ্ছা।
আমার কি নেই মনুষ্যত্ব?
আমি হয়তো মানুষ নয়!
তবুও দেখতে মানুষের মতো।