শব্দের খেলা

সময় ফুরালে পথিকও ফেরে বাড়ি
একলা সে পথখানি নয়নে মাখে বারি,
বালিকাবধূ সন্ধ্যে হলে জ্বালে দীপ
আধাঁর বরণ করে দূরের কোন দ্বীপ।

চৈত্রে মরা নদী বুকে মহাশোক
তবুও কোকিলের ঠোঁটে নামে বাসন্তী সুখ,
গোধূলী বিদায় নিলে পাখি খুঁজে নীড়
সাথীহীন ডাহুকের চোখে জমে নীর।

শৈশব হারিয়েছি,হয়েছে স্বপ্ন চুরি
মনে পরে মেয়েবেলা লাল ফিতে-লাল চুড়ি,
বনে বনে খুঁজেছি পাখিদের বাসা
শ্রাবণেতে হাটুজলে ভেলা নিয়ে ভাসা।

4 thoughts on “শব্দের খেলা

  1. এই প্রথম শব্দনীড়ে আপনার লেখা পড়লাম। অনেক অনেক ভালো লাগল।

    শুভকামনা আপনার জন্য

  2. বেশ কিছুকাল আগেও আপনার লিখা নিয়মিত পড়েছি। আজকাল তেমন পাইনা।
    জানলাম নেট না থাকায় কিছুটা যন্ত্রণায় আছেন। আশা করবো দ্রুত ঠিক হয়ে যাবে।

    আপনার লিখায় যে বিষয় সর্বদা আমার নজর কাড়ে সেটি হচ্ছে, ভাষা বা শব্দানুভূতির সহজ প্রকাশ। যে কোন পাঠকের বোধগম্যতার মধ্যে থাকে। এই লিখাটিও সুন্দর। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।