জোছনার মুখ গবলিনের মত বেঁকে থাকে
হাত নিশপিসে চুরিবিদ্যায়
অন্যের কলম চালিয়ে কবিতার নৈবেদ্য সাজায়
রোদ্দুরে আচার দেবে বলে
কপালটা ফুলতে ফুলতে ক্রমশ:
গাছে গিয়ে আটকে যায়
পাঁজর বেঁকিয়ে পায়ের নূপুর বাঁধতে গিয়ে দেখে
খরগোশে চুরি করে নিয়ে গেছে ।
ফর্ম্যালিনে কলম ভিজিয়ে ন্যাকড়ায় মোছে
ফের কবিতা চুরি করে মুন্ডছেদের জন্য
আপনার লিখার চমৎকার একটি প্যাটার্ন আছে। কখনও ধরি কখনও ধরতে পারি না।
দেখুন তাহলে কেমন বোদ্ধা পাঠক আমি !! শুভেচ্ছা প্রিয় কবিবন্ধু।
অনেক ধন্যবাদ বন্ধু !!