দাগ

থাক্‌।

এই দাগ। বোতল উপচে পড়া তরল আনন্দচিহ্ন।
বাতাসে মিলিয়ে গেলে ঘ্রাণ
তলানিতে স্মৃতিঅভিজ্ঞান ফুটে থাক
আরো কিছুটা সময়।

ফুল টেনে নিচ্ছে প্রাণপণ গন্ধ, বাতাসের।
মলয়ার অনুতে অনুতে ভিন্ন সুর বেজে গেলে
রঙ বদলে যায় বারবার
তা কি জানে বোকাপুষ্প?

রঙ পেন্সিল হাতে দাঁড়িয়েছি নোনাদেয়ালের পাশে।

3 thoughts on “দাগ

  1. আপনার লিখা গুলোন বরাবরই আমার কাছে ক্লাসিক মনে হয় আপা।
    অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইলো আপনার জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

  2. রঙ পেন্সিল হাতে দাঁড়িয়েছি নোনাদেয়ালের পাশে।- অসাধারণ হতো, এমন কেউ কখনো থাকলে।
    শুভেচ্ছা।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।