প্রণয়কথা

মিছে কেন দেয়াল তোলো নিরবতার ভানে
শক্ত পোক্ত মন পোষাকে শিকড়ে দেয় টান
তরুণী মন তরীর মতো রৌদ্রে উঠে দুলে
মিছে কেন আড়াল করো হৃদ সূর্যের গান

তোমার উঠান ধানে ভরা সোনালি তার ঢেউ
ঢেউ টলমল মন সায়রে উছলে পরে জল
কেমন ছিলাম মরা নদী, মরা দ্বীপের সাথী
নতুন পাতা গজায় তাতে পাখির কোলাহল

তোমার শ্বাসে শরীর বাঁধি তোমাকে দেই মন
কোন বাহানায় এড়িয়ে যাবে আমার নিবেদন…

3 thoughts on “প্রণয়কথা

  1. ‘তোমার শ্বাসে শরীর বাঁধি তোমাকে দেই মন
    কোন বাহানায় এড়িয়ে যাবে আমার নিবেদন।’

    ___ এমন আবাহন ভোলে কোন জন !! সহজ সুন্দর লিখা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।