চাঁদবালিকা এবং একজন কবি

তখনো একদলা চাঁদ ঢালছিলো জোসনা,
চোয়ানি খেকো গোঁফওয়ালা লোকটি নামাচ্ছিলো রাত,
গ্রামের মেঠো রাস্তায় শরতগুলো
ঢেলে দিচ্ছিলো চাঁদের শরীর।
এবং ধানক্ষেতে সুবিধা বঞ্চিত শিশির।

চাঁদনি রাত বলে কথা -তাই
রাস্তার পাশেই বসা ছিলো চাঁদ বালিকা,
নিতম্ব ছুঁয়ে যাচ্ছিলো ছায়ার চরিত্র
আকাশগুলো সাঁই সাঁই শব্দে আঁচুলে নামছিল তার।

কবি আড়চোখে তাকিয়ে চোখে তুলে নিলো মেয়েটিকে-
কবির দৃষ্টির উঠোনে জড়তা মোড়ানো প্রেম
মেয়েটির চোখে খসে পড়ছিলো অনুভূতির রাত।

বালিকাটি হাত বাড়ালে তৈলচিত্রের
এক কপি জোসনা যেনো কবিতা হচ্ছিলো তখন,
উড়ছে উজানে নিঃশ্বাস,
দিঘীর জলে ঢালছে পদাবলীর চন্দন,
অতঃপর কবি বালিকাটিকে কবিতা ভেবে
চাঁদকলম ছুঁয়ে দিলো কপোলে,
কবি কবিতা লিখছে যেনো বালিকাটিকেই লিখছে।

6 thoughts on “চাঁদবালিকা এবং একজন কবি

  1. বরাবরই আপনার লিখার ভক্ত আমি। নিয়মিত আপনার লিখা পড়তাম।
    মাঝে দূরত্ব বেড়েছে কিন্তু আপনার লিখার প্রতি আগ্রহ কমেনি।

    শুভেচ্ছা এবং স্বাগতম মি. দ্বীপ সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. শব্দনীড় আমার প্রিয় ব্লগ। কিন্ত মাঝখানে কি হয়েছিলো সাইটের। লগিন হয়নি। পোষ্ট দিতে পারি। বাধ্য হয়ে নতুন করেই আইডি খুললাম। আপনাকে ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা।

  2. বালিকাটি হাত বাড়ালে তৈলচিত্রের
    এক কপি জোসনা যেনো কবিতা হচ্ছিলো তখন,
    উড়ছে উজানে নিঃশ্বাস https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।