যতই দিন গড়িয়ে চলেছে, আরও বেশী
মজে যাচ্ছি নদীর গোল্লাছুট গতিময়তায়
নদীও হাঁটে আমিও হাঁটি
হঠাৎ গভীর খাদ হাঁ মুখ মেলে ধরলে
নদীও পড়ে, আমিও পড়ি;
সূর্যকুমারী তোর্সার রিংটিং হাসিতে
সূর্যও কামুক হয়ে ওঠে, বিদীর্ণ পতনে
আমি তখন নির্বিকল্প দর্শক।
গত জন্ম থেকে ভালোবাসা ছুঁয়েছি
চুমু খেয়েছি তোর্সার নম্র গালে
শাখায় প্রশাখায় ঝলকে উঠেছে
প্রিজম্যাটিক রঙের বিচ্ছুরণ:
জন্ম অবধি গোলাপী ঠোঁটে
জমা রেখেছি বুলফাইট উত্তেজনা
হেঁটে গেছি দুই স্তনের ব্রেকিং নিউজে
একটা সময়ে অ্যাড্রিনালিন গ্রন্থি তোর্সা হয়েছে।
খুব সুন্দর সৌমিত্রদা
হাজির দাদা! দিল্লীকা লাড্ডূ কোথায়?
‘নদীও হাঁটে আমিও হাঁটি …
হঠাৎ গভীর খাদ হাঁ মুখ মেলে ধরলে; নদীও পড়ে, আমিও পড়ি।’ অসাধারণ সৌমিত্র।
অসাধারণ লিখেছেন। মুগ্ধ হয়ে পড়লাম।
"যতই দিন গড়িয়ে চলেছে, আরও বেশী
মজে যাচ্ছি নদীর গোল্লাছুট গতিময়তায়
নদীও হাঁটে আমিও হাঁটি
হঠাৎ গভীর খাদ হাঁ মুখ মেলে ধরলে
নদীও পড়ে, আমিও পড়ি;
সূর্যকুমারী তোর্সার রিংটিং হাসিতে
সূর্যও কামুক হয়ে ওঠে, বিদীর্ণ পতনে
আমি তখন নির্বিকল্প দর্শক"।
মন ভরে গেলো।
হঠাৎ গভীর খাদ হাঁ মুখ মেলে ধরলে
নদীও পড়ে, আমিও পড়ি;
* আপনার নিজকিয়া'র জন্য অপেক্ষা করি মুগ্ধতা নিয়ে…

