রাণীগঞ্জ, পাতালের মেয়ে

পায়ের পাতার নিচে আক্ষরিকে বাস্তবিকই
বহুকাল সত্যি মাটি নেই —-
দাউ-দাউ আগুন শ্মশান।
তবু দৈত্য ব্ল্যাকডায়মন্ড্
তুমুল উদ্যোগী হয়ে
নিত্যদিন অভিসারে যান—-

হৃদয় খোঁড়া তো কবে হয়ে গেছে সারা,
আগুনের চেলি পরে ঠা-ঠা জেগে রাজকন্যারা,
খোঁড়া বুক পরিত্যক্ত খাদান প্রতিহিংসা ফাঁদে,
কালো হীরে লুঠে কেউ বালিটাও ছোঁড়েনিকো খাদে,
উথালি পাথালি তার লুণ্ঠিত ভরা যৌবন
চরাচর জুড়ে তাই জহরব্রতের আয়োজন।

আগুনের আচমন- আগুনের ফুলশয্যা রাতে,
হুড়মুড় এক্সপ্রেস কোন্ দিন ঢুকে যাবে ঠিক
পাতাল কন্যার পাতা আগুনের ফাঁদে…..

**********************************

5 thoughts on “রাণীগঞ্জ, পাতালের মেয়ে

  1. উথালি পাথালি তার লুণ্ঠিত ভরা যৌবন
    চরাচর জুড়ে তাই জহরব্রতের আয়োজন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।