যারা দূরে যেতে চায়
স্বেচ্ছায়
যেতে দিই।
বালির প্রাসাদ যত নক্সাদার
হোক
স্বল্পজীবন।
একদিন যারা গলা তুলে বলেছিল
‘ভালোবাসি’
চলে গেছে।
অশক্ত সময় জুড়ে পড়ে আছে
বিষাদগমণ
নির্লিপ্ততায়।
18 thoughts on “নিজকিয়া ৫২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
যারা দূরে যেতে চায়
স্বেচ্ছায়
যেতে দিই।
বালির প্রাসাদ যত নক্সাদার
হোক
স্বল্পজীবন।
একদিন যারা গলা তুলে বলেছিল
‘ভালোবাসি’
চলে গেছে।
অশক্ত সময় জুড়ে পড়ে আছে
বিষাদগমণ
নির্লিপ্ততায়।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
স্বল্পজীবনের অধ্যায় ভালোবাসা অক্ষয় থাক কবি সৌমিত্র চক্রবর্তী।
সহস্র ভালোবাসা প্রিয় ভাই।
কথার এমন ছোট পরিসরে এতো সুন্দর লেখেন কী করে দাদা?
এভাবেই তো কবি বোন সাজিয়া আফরিন।
অশক্ত সময় জুড়ে পড়ে আছে বিষাদগমণ নির্লিপ্ততায়। অসাধারণ কবি সৌমিত্র দা।
ভালোবাসা কবি সুমন আহমে ভাই।
শুভেচ্ছা সহ শুভকামনা থাকলো, শ্রদ্ধেয় কবি দাদা।
ভালোবাসা কবি নিতাই বাবু।
অনেক সুন্দর কবি সৌমিত্র দা।
ধন্যবাদ কবি বোন শাকিলা তুবা।
রাষ্ট্রীয় সন্ত্রাস নিয়ে লিখেন এটা দার্শনিক তত্ত্বের মত মনে হলো। এসব লেখা খুব ভালো লাগে আমার। আমিও অখ্যাত কিন্তু দার্শনিক
ভালোবাসা আসিফ আহমেদ ভাই।
নিজকিয়া নামটা যেমন লেখাগুলো অনবদ্য
ধন্যবাদ কবি বোন ছন্দ হিন্দোল।
সুন্দর লেখা, ছোট্ট করে হলেও, অর্থবহ। শুভকামনা প্রিয় কবি, সৌমিত্র চক্রবর্তী দা৷
ভালোবাসা কবি আদেল পারভেজ ভাই।