শেষ হওয়ার আগেই চোর পুলিশ খেলার মাঝে শৈশব পালিয়েছিল; জীবনবিজ্ঞান ক্লাসে জন্মবৃত্তান্ত জানার পলকফেলা সেকেন্ডের ভগ্নাংশে কৈশোর উধাও; পেটের জ্বালায় ধুঁকতে ধুঁকতেই খেয়াল করিনি কখন ধোঁয়ার পাতলা পর্দা হয়ে মিলিয়ে গেছিল তারুণ্য;
আর আজ প্রৌঢ়ত্বের চৌকাঠে সারা গায়ে অংক মাখা, হাতে ক্যালকুলেটর:
এখন ভালোবাসা চাইছিস পাগলি! সে হতভাগা যে কবেই মরে গেছে!
4 thoughts on “নিজকিয়া ৪৫”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বাহ সুন্দর তো কবি দা
বাহ্ চমৎকার
'আজ প্রৌঢ়ত্বের চৌকাঠে সারা গায়ে অংক মাখা, হাতে ক্যালকুলেটর:
এখন ভালোবাসা চাইছিস পাগলি! সে হতভাগা যে কবেই মরে গেছে!'
এক্সিলেন্ট প্রিয় কবি সৌমিত্র চক্রবর্তী।
সেই পাগল অনেক আগেই মরে গেছে। শরীরে আর আগের মতো রক্তমাংস নেই!
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।