অভিমান পেতে রাখি
বুক থেকে বুকে
ক্ষণিক সুখের শেষে
জানু পাতি
দেহ পাতি
অক্ষরে পেতে রাখি
প্রাচীন পিরামিড
মাটির গর্ভে পাতি
দুঃখের ছায়া
জড়ানো দুঃখ পাতি
মমির আদলে
ডুব পাতি
হাঁস পাতি
জল পাতি জলে
স্তব্ধ অতলে
সুখদ সময় শেষে
সূর্যাস্ত ছ্বটায়
মন পাতি
ব্রহ্মাণ্ড জুড়ে…
3 thoughts on “নিজকিয়া ৪২”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
অতুলনীয় ভাবনার নিখুঁত প্রকাশ ।
বেশ নতুনত্ব পেলাম কবি দা
অসাধারন মানের কবিতায় একরাশ শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী। শুভ সন্ধ্যা।