মৌরলা, সরপুঁটি, খলসে মাছেরা ডানা মেলে ডায়নোসর হয়ে গেল,
পুরনো বিবর্ণ দিনগুলো ডায়রীর হলদে পাতায় জন্ডিসে ভুগছে,
ছেলেবেলার শিলকোটাও কিম্বা চানাজোরগরম
প্রাইমারী স্কুলের ভুলে যাওয়া মুখ সেকেন্ড মাস্টারের
ছিঁড়ে যাওয়া পকেট গলে কখন পড়ে গেছে স্মৃতির লালধূলো রাস্তায়।
4 thoughts on “নিজকিয়া ৩৯”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বেশ স্মৃতিময় কবি দা
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন
শ্রুতিমধুর চয়ন।
খুব সুন্দর লিখেছেন……….
"ছিঁড়ে যাওয়া পকেট গলে কখন পড়ে গেছে স্মৃতির লালধূলো রাস্তায়।"
চমৎকার উপমায় অসামান্য সেজেছে কবিতাটি। শুভেচ্ছা কবি সৌমিত্র চক্রবর্তী।